Jammu And Kashmir

লকডাউনে কাশ্মীরে সেনার সঙ্গে সঙ্ঘর্ষে মৃত্যু ১৮ জঙ্গির

নিরাপত্তাবাহিনীর সঙ্গে সঙ্ঘর্ষে সবমিলিয়ে এ বছর এখনও পর্যন্ত ৫০ জঙ্গির মৃত্যু হয়েছে উপত্যকায়।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২০ ১৭:২১
Share:

—ফাইল চিত্র।

লকডাউনের মধ্যেও সন্ত্রাস দমন অভিযান অব্যাহত জম্মু-কাশ্মীরে। সেনার সঙ্গে সঙ্ঘর্ষে গত একমাসে ১৮ জঙ্গির মৃত্যু হয়েছে সেখানে। নিহতদের মধ্যে রয়েছে উপত্যকায় হিজবুল মুজাহিদিন এব‌ং লস্কর-ই-তৈবার প্রথম সারির জঙ্গিরাও।

Advertisement

নিরাপত্তাবাহিনীর এক আধিকারিক সংবাদ সংস্থা পিটিআইকে এই তথ্য দিয়েছেন। তিনি আরও জানিয়েছেন, নিরাপত্তাবাহিনীর সঙ্গে সঙ্ঘর্ষে সবমিলিয়ে এ বছর এখনও পর্যন্ত ৫০ জঙ্গির মৃত্যু হয়েছে উপত্যকায়।

মৃতদের মধ্যে লস্কর-ই-তৈবার জেলাস্তরের কমান্ডার মুজফ্ফর আহমেদ ভাটও রয়েছে বলে জানিয়েছেন ওই আধিকারিক। তিনি জানান,গত ১৫ মার্চ দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সঙ্ঘর্ষে মৃত্যু হয় মুজফ্ফরের।

Advertisement

আরও পড়ুন: বিশ্রী ব্যর্থতা ঢাকার জন্যই আপনার এত কৌশল: ফের তীব্র আক্রমণে ধনখড়​

তার আগে, ১৫ জানুয়ারি গুন্ডানায় হিজবুল মুজাহিদিন কমান্ডার হারুন ওয়ানি, ২৫ জানুয়ারি কাশ্মীরে জইশ-ই-মহম্মদের দায়িত্বে থাকা কারি ইয়াসির, ২৩ জানুয়ারি আবু সইফুল্লা ওরফে কাসিম এবং তার সহযোগী ইয়াসিরের মৃত্যু হয়। ৯ এপ্রিল বারামুল্লাতে সেনার সঙ্গে সঙ্ঘর্ষে মৃত্যু হয় জইশের শীর্ষস্থানীয় কমান্ডার সাজাদ নবাব দরের।

আরও পড়ুন: কেরলে মৃত ৪ মাসের শিশু, দেশে ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত প্রায় ১৭০০​

বছরের শুরু থেকে গত চার মাসে জঙ্গিদের হাতে ৯ স্থানীয় বাসিন্দারও মৃত্যু হয় বলে জানা গিয়েছে। জঙ্গিদের সঙ্গে সঙ্ঘর্ষ চলাকালীন প্রাণ হারান নিরাপত্তাবাহিনীর ১৭ জওয়ান, যার মধ্যে রয়েছেন ৩ স্পেশ্যাল পুলিশ অফিসার এবং এক পুলিশকর্মীও।

এর আগে, গত বছর জম্মু-কাশ্মীরে সেনার সঙ্গে সঙ্ঘর্ষে ১৬০ জঙ্গির মৃত্যু হয়। গ্রেফতার করা হয় ১০২ জনকে।

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement