Public Accounts Committee

অতিমারি নিয়ে আলোচনায় বাধা, পিএসি-র চেয়ারম্যানের পদ ছাড়তে চাইলেন ক্ষুব্ধ অধীর

অধীর অতিমারি ও সম্পর্কিত সমস্যা নিয়ে কথা বলতে শুরু করতেই জগদম্বিকা পাল ও লালন সিংয়ের নেতৃত্বে এনডিএ সদস্যরা আপত্তি জানান।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৬ জুন ২০২১ ২০:২৮
Share:

অধীর চৌধুরী ফাইল চিত্র

দেশে কোভিড অতিমারির বিষয়ে আলোচনা করতে পার্লামেন্টের পাবলিক অ্যাকাউন্টস কমিটি (পিএসি)-র বৈঠকে তীব্র মতপার্থক্য। বুধবার কমিটির চেয়ারম্যান ও কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী বিষয়টি উত্থাপন করার পরেই তীব্র আপত্তি জানান ওই কমিটিতে থাকা বিজেপি ও জেডিইউ সদস্যরা। অতিমারি ও এর সঙ্গে সম্পর্কিত সমস্যাগুলো নিয়ে অধীর কথা বলতে শুরু করার সঙ্গে সঙ্গে জগদম্বিকা পাল ও লালন সিংহের নেতৃত্বে এনডিএ সদস্যরা আপত্তি জানান বলে অভিযোগ।

Advertisement

এনডিএ সদস্যরা অধীরের বক্তব্যকে কোনও গুরুত্ব দেননি। এর পরই অধীর পিএসি-র চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করার প্রস্তাব দেন। পরে তিনি কোভিডের সম্ভাব্য তৃতীয় ঢেউ মোকাবিলা ও প্রস্তুতির বিষয়টি গ্রহণের জন্য আবেদন জানান।

ডিএমকে ও নবীন পট্টনায়েকের নেতৃত্বাধীন বিজেডি-সহ অন্যান্য সদস্যও চেয়ারম্যানের প্রস্তাবের বিষয়ে চুপ ছিলেন। এনডিএ সদস্যদের যুক্তি ছিল যে, সংসদের স্বরাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটি ইতিমধ্যেই অতিমারির বিষয়টি আলোচনার জন্য গ্রহণ করেছে। যদিও গত বছর কোভিড মোকাবিলায় কেন্দ্রীয় সরকারের নেওয়া পদক্ষেপগুলো খতিয়ে দেখার চেষ্টা করেছিল পিএসি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement