ফাইল চিত্র।
এনসিইআরটি নতুন জাতীয় শিক্ষা নীতির নিরিখে তাদের ১৪ বছরের পুরোনো জাতীয় পাঠ্যক্রমের কাঠামো পর্যালোচনা করার কথা ভাবছে। চলতি মাসের শেষে একটি কমিটি গঠনের কথা ঘোষণা করতে পারেন এনসিইআরটি-র ডিরেক্টর হৃষীকেশ সেনাপতি। এ ছাড়া, প্রথমে শিলং, মাইসুরু, রাজস্থান, ভোপাল ও ওড়িশার মতো কয়েকটি ব্লকে প্রাথমিক শিক্ষার মান ও কোথায় কোথায় বদল দরকার তা বুঝতে সমীক্ষাও করছেন তাঁরা।
পরে অন্য ব্লকেও তা করা হবে। সেনাপতি জানান, গত দু’বছরের তাঁরা পাঠ্য বইগুলিতে কিছু কিছু পরিমার্জন করেছেন। তবে নয়া শিক্ষানীতি ঘোষণা হলে ও ব্লক-সমীক্ষার ফলের ভিত্তিতে আমূল বদল আনতে হবে পাঠ্য বইয়ে। এর আগে ১৯৭৫, ১৯৮৮, ২০০০ ও ২০০৫ সালে এমন পর্যালোচনা ও তার ভিত্তিতে বদল আনা হয়েছে পাঠ্য বইয়ে। পঞ্চম সংশোধনের আগে এনসিইআরটি এখন নয়া জাতীয় শিক্ষানীতি ঘোষণার অপেক্ষায় রয়েছে।