Navjot Singh Sidhu

Navjot Sidhu: পঞ্জাবে প্রদেশ কংগ্রেস সভাপতি সিধুই, রবিবার রাতে ঘোষণা করল কংগ্রেস

পঞ্জাবে সিধুই দলের সাংগঠনিক প্রধান হতে চলেছেন, তা মোটামুটি পরিষ্কারই ছিল। আর তা নিয়েই তোলপাড় ছিল সে রাজ্যের রাজ্য-রাজনীতি।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৮ জুলাই ২০২১ ২২:২২
Share:

ফাইল চিত্র।

নভজ্যোৎ সিংহ সিধুকে পঞ্জাবের প্রদেশ কংগ্রেস সভাপতি ঘোষণা করা হল। পঞ্জাবে দলীয় সঙ্ঘাতের আবহে রবিবার রাতে হল এই ঘোষণা। বিগত কয়েক মাস ‌ধরেই মুখ্যমন্ত্রী অমরেন্দ্র সিংহের সঙ্গে সিধুর টানাপড়েন চলছিল। দু’পক্ষের তিক্ততা এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে সম্প্রতি গাঁধী পরিবারের কাছেও নালিশ জানিয়ে এসেছিলেন সিধু। দুই নেতার সঙ্গে বেশ কয়েক বার বৈঠক করে বৈরিতা মেটানোর চেষ্টা করা হয়েছিল হাত শিবিরের তরফে। কিন্তু তাতে বিশেষ কাজ হয়নি। তার পরই এই সিদ্ধান্ত ঘোষণা করা হল কংগ্রেস হাইকমান্ডের তরফে।

Advertisement

পঞ্জাবে সিধুই দলের সাংগঠনিক প্রধান হতে চলেছেন, তা মোটামুটি পরিষ্কারই ছিল। আর তা নিয়েই তোলপাড় ছিল পঞ্জাবের রাজ্য-রাজনীতি। পঞ্জাবে কেন সিধুকে দলের সাংগঠনিক দায়িত্ব ভার দেওয়া হচ্ছে, এই প্রশ্ন তুলে সনিয়া গাঁধীকে চিঠি লিখেছিলেন অমরেন্দ। পঞ্জাবের ১০ বিধায়কও তাঁর পাশেই দাঁড়িয়েছিলেন এই গোষ্ঠীদ্বন্দ্বে। তাঁদের বক্তব্য ছিল, অমরেন্দ্রই রাজ্যবাসীর কাছে পছন্দের নেতা। তাঁর দায়িত্ব কেড়ে নেওয়া হলে ফল ভুগতে হবে কংগ্রেসকে।

সিধুর পাশাপাশি আরও চার জনকে দলের কার্যনির্বাহী সভাপতি করা হয়েছে রবিবার। তাঁরা হলেন সঙ্গত সিংহ গিলজিয়ান, সুখবিন্দর সিংহ ড্যানি, পবন গোয়েল এবং‌ কুজিত সিংহ নাগরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement