National New

সুটকেস খুলতেই দেখা গেল তরুণীর মুন্ডুহীন দেহ!

রোজকার মতো সোমবার বিকেলেও টহল দিতে বেরিয়েছিলেন মহেন্দ্র টান্ডেল। নবি মুম্বইয়ের একটি ফার্ম হাউসের দেখভাল করেন তিনি। সে দিন হঠাৎই ঝোপঝাড়ের ভিতরে চোখ যায় তাঁর। একটা বিশালাকার সুটকেস রাখা সেখানে! সন্দেহ হয় মহেন্দ্রের।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ অগস্ট ২০১৭ ১৫:০৬
Share:

প্রতীকী ছবি

দুর্গাপুরের ‘রিপিট টেলিকাস্ট’ এ বার যেন আরব সাগরের পারে।

Advertisement

কী রকম?

রোজকার মতো সোমবার বিকেলেও টহল দিতে বেরিয়েছিলেন মহেন্দ্র টান্ডেল। নবি মুম্বইয়ের একটি ফার্ম হাউসের দেখভাল করেন তিনি। সে দিন হঠাৎই ঝোপঝাড়ের ভিতরে চোখ যায় তাঁর। একটা বিশালাকার সুটকেস রাখা সেখানে! সন্দেহ হয় মহেন্দ্রের। সুটকেসটি বাইরে বের করতে গিয়ে বোঝা যায় সেটি যথেষ্ট ভারী।

Advertisement

নিজে খোলার ঝুঁকি না নিয়ে এর পর মহেন্দ্র পুলিশে খবর দেন। পুলিশ এসে সুটকেস খুলতেই তো চক্ষু চড়কগাছ হওয়ার জোগাড়। সুটকেসে গুছিয়ে রাখা এক মহিলার মুন্ডুহীন দেহ!

আরও পড়ুন: বাড়িভাড়া বাকি, বেদম মারে খুন ভাড়াটে

ফার্ম হাউজের ঝোপ থেকে উদ্ধার হওয়া সেই সুটকেস

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই মহিলাকে খুন করা হয়েছে। এর পর তাঁর গলা কেটে দেহটি ভরা হয়েছে সুটকেসে। তথ্য লোপাট করতে সুটকেসটি ফেলে যাওয়া হয়েছে ফার্ম হাউসের মধ্যে। সোমবার মুন্ডুহীন দেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য তা নিয়ে যাওয়া হয় নবি মুম্বই মিউনিসিপ্যাল হাসপাতালে।

নবি মুম্বইয়ের ডিএসপি এস পাথারে জানান, সমস্ত কন্ট্রোল রুম ও পুলিশ স্টেশনে ওই মহিলার সুটকেসবন্দি দেহের ছবি পাঠানো হয়েছে। ওই মহিলার পরিচয় জানার সমস্ত রকম চেষ্টা চালানো হচ্ছে। পাশাপাশি, সমস্ত থানায় দায়ের হওয়া নিখোঁজদের তালিকাও খতিয়ে দেখা হচ্ছে।

২০১২ সালে এই ফার্ম হাউস থেকে অভিনেত্রী সন্ধ্যা সিংহের পচা-গলা দেহ উদ্ধার হয়েছিল। পরে খুনের দায়ে সন্ধ্যার ছেলে রঘুবীরকে গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন: মুম্বইয়ের ছাত্র-মৃত্যুতে কি নীল তিমির রহস্য

বছর দুয়েক আগে দুর্গাপুরের বাসিন্দা সুচেতা চক্রবর্তী এবং তার শিশুকন্যাকে হত্যার ঘটনায় কেঁপে উঠেছিল গোটা রাজ্য। ‘প্রেমিকা’ সুচেতা ও তাঁর মেয়ে দীপাঞ্জনাকে খুন করে দেহ টুকরো টুকরো করে সুটকেসে ভরেছিলেন সমরেশ সরকার নামে দুর্গাপুরের এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ম্যানেজার(বর্তমানে সাসপেন্ডেড)। প্রায় সাড়ে ৪ হাজার টাকা দিয়ে ট্রলি সুটকেসও কিনেছিলেন সমরেশ। এই রকমই আরও দু’টি সুটকেসের মধ্যে ভরে ছিলেন দেহাংশগুলি। পরে সুটকেসগুলি মাঝ গঙ্গায় ফেলার সময়ই স্থানীয়দের হাতে ধরা পড়ে যান সমরেশ।

তবে, মুম্বইয়ের এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ ধরা পড়েনি।

আরও পড়ুন: নিজেরই ভাইকে পেটে নিয়ে জন্মাল শিশু

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement