odisha assembly election result 2024

ওড়িশার রায় শিরোধার্য করে পদত্যাগ করলেন মুখ্যমন্ত্রী নবীন, রাজ্যপালের কাছে দিয়ে এলেন ইস্তফাপত্র

ওড়িশায় লোকসভা এবং বিধানসভা— দুই ভোটেই ‘পরাস্ত’ হয়েছে নবীনের দল বিজেডি। একদা এনডিএ-তে বিজেপির শরিক বিজেডি শেষ পর্যন্ত বিজেপির কাছেই খুইয়েছে লোকসভার সব ক’টি আসন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০৫ জুন ২০২৪ ১২:৪৭
Share:

ফাইল ছবি।

জনগণের প্রত্যাখ্যান মেনে নিয়ে ওড়িশার মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন নবীন পট্টনায়েক।

Advertisement

ওড়িশায় লোকসভা এবং বিধানসভা— দুই ভোটেই ‘পরাস্ত’ হয়েছে তাঁর দল বিজু জনতা দল তথা বিজেডি। একদা এনডিএ-তে বিজেপির শরিক বিজেডি বিজেপির কাছেই খুইয়েছে লোকসভার সবক’টি আসন। বিধানসভায় হারিয়েছে সংখ্যাগরিষ্ঠতা। মঙ্গলবার সেই ফল স্পষ্ট হয়ে যাওয়ার পরেই বুধবার সকালে ওড়িশার রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেন ওড়িশার বিদায়ী মুখ্যমন্ত্রী নবীন। রাজ্যপাল রঘুবর দাসকে দিয়ে আসেন তাঁর ইস্তফাপত্র।

ওড়িশায় লোকসভায় ২১টি আসনের মধ্যে একটিও জেতেনি বিজেডি। অন্য দিকে বিজেপি পেয়েছে ২০টি আসন। ১টি পেয়েছে কংগ্রেস। অন্য দিকে, ১৪৭টি আসনের ওড়িশা বিধানসভাতেও ৭৮টি আসন জিতে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিজেপি। বিজেডি পেয়েছে ৫১টি আসন। কংগ্রেস ১৪টি। আর অন্যরা ৪টি। অর্থাৎ বিরোধীদের সঙ্গে জোট বাঁধলেও ওড়িশায় সরকার গড়তে পারবে না বিজেডি। তাই হার মেনে নিয়েই পদত্যাগপত্র জমা দিতে রাজ্যপালের বাসভবনে বুধবার সকালে পৌঁছে যান নবীন।

Advertisement

খুব শীঘ্রই ওড়িশায় সরকার গড়তে চলেছে বিজেপি। রাজ্যপাল নবীনকে বলেছে তার আগে পর্যন্ত সরকার চালিয়ে নিয়ে যেতে। নবীন তা করবেন বলেও জানিয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement