Crime

বজরং দলের কর্মীকে লক্ষ্য করে ছুরি ছুড়লেন যুবক! কর্নাটকের রাস্তায় ধুন্ধুমার কাণ্ড

কী কারণে এই হামলা তা স্পষ্ট নয়। অভিযুক্তের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।

Advertisement

সংবাদ সংস্থা

বেঙ্গালুরু শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২৩ ১৮:৫৮
Share:

অভিযুক্ত যুবকের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। প্রতীকী ছবি।

কর্নাটকের রাস্তায় ছুরি নিয়ে হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। এক বজরং দলের কর্মীর উপর ছুরি নিয়ে হামলার অভিযোগ উঠেছে। তবে অল্পের জন্য তিনি রক্ষা পেয়েছেন। সোমবার ঘটনাটি ঘটেছে কর্নাটকের শিবামোগা জেলায়।

Advertisement

এই ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। যদিও ওই ফুটেজের সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ভিডিয়োতে দেখা গিয়েছে, সমীর নামে অভিযুক্ত এক যুবক ব্যস্ত বাজারের মধ্যে স্কুটি নিয়ে যাচ্ছিলেন। সেই সময় উল্টো দিক থেকে বাইকে করে আসছিলেন সুনীল নামে এক যুবক।

সমীরকে দেখে ইউ-টার্ন নেন সুনীল। তার পর সমীরের গাড়ির দিকে যান তিনি। সেই সময়ই সমীর আচমকা স্কুটি থেকে ছুরি বার করে সুনীলের দিকে তাক করেন। ছুরি দেখে বাইকের গতি বাড়িয়ে পালান সুনীল। সেই অবস্থায় ছুরি ছোড়েন সমীর। তবে তা সুনীলর গায়ে লেগেছে কি না, তা স্পষ্ট নয়।

Advertisement

এই ঘটনায় মামলা রুজু করেছে পুলিশ। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। কী কারণে এই হামলা চালানো হল, তা খতিয়ে দেখছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement