এক মাসের মধ্যে অন্তত বিজেপি এবং এনডিএ শাসিত ১৩টি রাজ্যের বিধানসভায় পণ্য ও পরিষেবা কর সংক্রান্ত সংবিধান সংশোধনী বিলে শিলমোহর বসানোর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী।
গত পরশু রাজ্যসভায় পণ্য ও পরিষেবা কর (জিএসটি) সংক্রান্ত সংবিধান সংশোধনী বিলটি পাশ হয়েছে। সোমবার সংশোধিত বিলটি লোকসভায় এনে পাশ করানো হবে। সংসদের শীতকালীন অধিবেশনে আরও দু’টি বিল পাশ করানোর আগে অর্ধেক রাজ্যের শিলমোহর প্রয়োজন। সে ক্ষেত্রে দরকার ১৫টি রাজ্যের সমর্থন। আর বিজেপি ও শরিকদের কাছেই এই মুহূর্তে রয়েছে ১৩টি রাজ্য। যেহেতু সব দলই এই বিলকে সমর্থন করেছে, তাই কেন্দ্রের আশা, বাকি রাজ্যও বিধানসভায় দ্রুত পাশ করিয়ে নেবে। কিন্তু বিজেপি এবং এনডিএ শাসিত রাজ্যগুলির অনেকগুলিতে এখন বিধানসভার অধিবেশন চলছে। প্রধানমন্ত্রী সেই অধিবেশনের মেয়াদ বাড়িয়ে এই বিলে মঞ্জুরির নির্দেশ দিয়েছেন। যে রাজ্যে বিধানসভা চলছে না, সেখানে বিশেষ অধিবেশন ডেকে দ্রুত পাশ করানোর নির্দেশ মোদীর। বিজেপি সভাপতি অমিত শাহ এ মাসের শেষে সব বিজেপি শাসিত মুখ্যমন্ত্রীদের নিয়ে দিল্লিতে বৈঠক করছেন। তার আগে এই বিল পাশ করাতে চান দলের নেতৃত্ব।
আরও পড়ুন: শেষ মুহূর্তে অমিতের চালে গুজরাতে মুখ্যমন্ত্রীর কুর্সি হাতছাড়া নিতিনের