Narendra Modi

ট্রাম্পকে জবাব মোদীর

ট্রাম্প যখন প্যারিস চুক্তির সমালোচনা করছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তখন জি-২০-তে জানিয়ে দিয়েছেন, ভারত শুধু প্যারিস চুক্তির লক্ষ্য পূরণ করেনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২০ ০৩:০১
Share:

ফাইল চিত্র।

প্যারিস জলবায়ু চুক্তি থেকে ডোনাল্ড ট্রাম্প আমেরিকাকে সরিয়ে এনেছিলেন। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী জো বাইডেন ফের প্যারিস চুক্তিতে যোগ দেবেন বলে জানিয়েছেন। কিন্তু আজ জি-২০ শীর্ষ বৈঠকে ট্রাম্প সওয়াল করলেন, চুক্তি থেকে সরে আসতে তাঁর সিদ্ধান্ত ঠিকই ছিল। কারণ, ওই চুক্তি, তাঁর মতে, আমেরিকার অর্থনীতিকে শেষ করার জন্য তৈরি হয়েছে।

Advertisement

ট্রাম্প যখন প্যারিস চুক্তির সমালোচনা করছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তখন জি-২০-তে জানিয়ে দিয়েছেন, ভারত শুধু প্যারিস চুক্তির লক্ষ্য পূরণ করেনি। তা ছাপিয়ে গিয়েছে। এলইডি আলো চালু করার ফলে বছরে ৩ কোটি ৮০ লক্ষ টন কার্বন ডাই অক্সাইড গ্যাস কম নিঃসরণ হয়েছে। গরিব পরিবারে নিখরচায় রান্নার গ্যাস পৌঁছে দিতে ধোঁয়ামুক্ত রান্নাঘরের প্রকল্প নেওয়া হয়েছে।

আমেরিকার নির্বাচনের আগে ট্রাম্প বিশ্ব উষ্ণায়ন প্রতিরোধে ভারতের দায়বদ্ধতা নিয়ে খোঁচা দিয়েছিলেন। বাইডেনের সঙ্গে মুখোমুখি বিতর্কে বলেছিলেন, ‘‘ভারতের বাতাসেই নোংরা রয়েছে। চিনের অবস্থা দেখুন। কী রকম নোংরা একটি দেশ। রাশিয়া বা ভারতকে দেখুন। কী নোংরা, দূষিত বাতাস।’’ প্রধানমন্ত্রী মোদী জি-২০-তে কার্যত তারই জবাবে বলেছেন, প্রকৃতির সঙ্গে সহাবস্থান ভারতের ঐতিহ্যবাহী সংস্কারের মধ্যেই রয়েছে। তাঁর সরকার কম দূষণের, পরিবেশের ক্ষতি না করে উন্নয়নের চেষ্টা করছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement