প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি পিটিআই।
সোফি আর ভিডা। স্বাধীনতা দিবসের আগে সংবাদমাধ্যমে উঠে এসেছিল নাম দু’টো। আজ ‘মন কি বাত’ অনুষ্ঠানে ভারতীয় সেনার সেই দুই কুকুরের কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সঙ্গে ভারতের বিভিন্ন প্রজাতির কুকুরের কথা বলে জানালেন, ‘আত্মনির্ভর ভারত’-এ পোষ্যের ক্ষেত্রেও দেশীয় প্রজাতির দিকে নজর দেওয়াটা দরকার।
স্বাধীনতা দিবসে ভারতীয় সেনাপ্রধানের সাহসিকতার পদক পেয়েছে সোফি ও ভিডা। বিস্ফোরক খুঁজে বার করা থেকে জঙ্গিদের খোঁজ করা, সব ক্ষেত্রেই বাহিনীর যে সব কুকুর কাজ করে, তাদের কথা আজ তুলে ধরেছেন মোদী। তাঁর কথায়, ‘‘২০০২ সালে আইইডি খুঁজে বার করেছিল স্নিফার ডগ ভাবনা। সেই বিস্ফোরক মাটি থেকে খুঁড়ে বার করার সময়ে বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। তাতে মারা যায় ভাবনা। একই ভাবে ছত্তীসগঢ়ের বিজাপুরে মারা গিয়েছে সিআরপিএফের কুকুর ক্র্যাকার।’’
প্রধানমন্ত্রী বলেন, ‘‘আমি জানতে পেরেছি মুধল হাউন্ড আর হিমাচলি হাউন্ড বেশ ভাল জাতের কুকুর। রাজাপালায়াম, কান্নি, ছিপ্পিপারাই আর কোম্বাই প্রজাতির কুকুরও খুব ভাল। এখন বাহিনীও এ সব প্রজাতির কুকুরকে ব্যবহার করছে।’’ তাঁর আর্জি, ‘‘আত্মনির্ভর ভারতই যদি মন্ত্র হয়, তবে পোষ্যের ক্ষেত্রেও এ সব প্রজাতির কথা ভেবে দেখবেন।’’
সারমেয়প্রেমীদের জাতীয় স্তরের সংগঠনের কর্তা এস রামনের বক্তব্য, ‘‘ভারতীয় প্রজাতির কুকুরের প্রজনন ও বংশধারার উন্নতির জন্য অনেক দিন ধরেই চেষ্টা চলছে। প্রধানমন্ত্রীর কথায় সেই চেষ্টায় আরও গতি আসবে।’’ আর এক সারমেয়প্রেমী সংগঠন কর্তা অরবিন্দ্র সিংহের বক্তব্য, ‘‘ভারতীয় প্রজাতির কুকুরের রোগ হওয়ার আশঙ্কা কম থাকে। পোষ্য হিসেবে ভাবা উচিত।’’