মোদী-ট্রাম্প। ফাইল চিত্র।
বিদেশ মন্ত্রক সূত্রের খবর, আমেরিকার তরফে ভারতকে কার্যত সতর্ক করে বলা হয়েছে, ইরানের সঙ্গে ন্যূনতম সম্পর্কও পরিত্যাগ করতে।
বলা হয়েছে, ভারত যেন কোনও ভাবেই ইরানের পাশে না থাকে। এই আবহে আজ ফোনে কথা হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে।
মার্কিন ড্রোন হামলায় ইরানের সামরিক কমান্ডার নিহত হওয়ার পর দুই রাষ্ট্রনেতার এই প্রথম কথোপকথন হল। হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে, ভারত এবং আমেরিকার কৌশলগত সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়টি ছাড়াও ‘আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি’ নিয়ে কথা বলেছেন মোদী এবং ট্রাম্প।
এর পাশাপাশিই মার্কিন প্রেসিডেন্ট এবং তাঁর পরিবারকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী।
কূটনৈতিক সূত্রের মতে, নয়াদিল্লি চাইছে,আমেরিকার সঙ্গে সম্পর্কে চিড় না ধরিয়ে ইরানের সঙ্গে বাণিজ্যিক এবং কৌশলগত আদানপ্রদানকে এগিয়ে নিয়ে যেতে। কিন্তু সেই কাজটিই এখন ক্রমশ কঠিন হয়ে যাচ্ছে বলেই অভিমত কূটনৈতিক শিবিরের।
ড্রোন হামলার পর দু’বার আমেরিকা কথা বলেছে ভারতের সঙ্গে। সে দেশের বিদেশ সচিব মাইক পম্পেয়ো উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন ভারতের হবু বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে। হোয়াইট হাউসের যুক্তি, ইরান শুধুমাত্র আমেরিকা নয়, গোটা অঞ্চলকেই বিপদসঙ্কুল করে তুলেছে। আমেরিকা তার নাগরিক এবং ‘মিত্র’ রাষ্ট্রের নাগরিকের নিরাপত্তার বিষয়ে অত্যন্ত সজাগ। এ ব্যাপারে কোনও আপস তারা করবে না।