নরেন্দ্র মোদী। —ফাইল চিত্র।
নির্বাচনের আগে শেষ ‘মন কি বাত’-এ পুলওয়ামা হামলার প্রসঙ্গ তুলে সমস্ত দেশের সমস্ত সেনা জওয়ানের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যুদ্ধে নিহত সেনা-জওয়ানদের জন্য দেশে একটি জাতীয় যুদ্ধ স্মারক নির্মাণ করবেন বলে ঘোষণা করলেন তিনি।
তিনি বলেন, ‘‘ভারতে সেনাদের জন্য কোনও ওয়ার মেমোরিয়াল নেই। এটা খুব আশ্চর্যজনক। আমাদের সাহসী সেনাদের আত্মত্যাগ মনে রাখার জন্য এমন একটা স্মৃতিস্তম্ভের প্রয়োজন।’’
নির্বাচনের আগে এটাই মোদীর শেষ ‘মন কি বাত’। নির্বাচনের জন্য মার্চ, এপ্রিল মন কি বাত-এর সম্প্রচার বন্ধ থাকবে। মে-র শেষ রবিবার ফের সম্প্রচার হবে প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’। তাই বেলা ১১টা থেকে রেডিয়োয় ‘মন কি বাত’ সম্প্রচার হওয়ার আগে সকাল ৯টায় মোদী টুইট করে সমস্ত জনগণকে এ দিনের ‘মন কি বাত’ শোনার অনুরোধ করেন। তিনি টুইট করেন, ‘আজকের #মনকিবাত অনুষ্ঠান বিশেষ তাৎপর্যপূর্ণ! ১১টায় অনলাইন থাকবেন। পরে যেন বলবেন না আমি আপনাদের আগাম জানাইনি।’ শেষে একটি হাসিমুখের স্মাইলিও যোগ করেছেন।
আরও পড়ুন: ‘ওই পাথুরে পাহাড় চাই না’, কাশ্মীর নিয়ে বলেছিলেন পাক প্রধানমন্ত্রী লিয়াকত আলি!
আর ‘মন কি বাত’ অনুষ্ঠান শেষ হওয়ার মুহূর্তে তিনি সকলকে নির্বাচনের জন্য দু’মাস অনুষ্ঠান সম্প্রচার বন্ধ হওয়ার কথা জানিয়ে রাখেন। মোদী বলেছেন, ‘‘পরবর্তী দু’মাস আমরা সবাই নির্বাচন নিয়ে ব্যস্ত থাকব। আমিও একজন নির্বাচন প্রার্থী। তাই গণতন্ত্রের সম্মান দিয়ে মে-র শেষ রবিবারে পরবর্তী মন কি বাত সম্প্রচার হবে। মার্চ, এপ্রিল এবং গোটা মে জুড়ে আমার সমস্ত চিন্তাভাবনা আমি তখন আপনাদের সঙ্গে শেয়ার করব। মে থেকে আপনাদের আশীর্বাদ এবং বিশ্বাস নিয়ে নতুন মন কি বাত শুরু হবে।’’
আরও পড়ুন: ‘ছোট্ট ছেলের মুখ চেপে ৫৩ ঘণ্টা হেঁটেছি’! আইএস ডেরা থেকে পালিয়ে বললেন মহিলা