পর্যটকদের কাছে সিকিম সব সময়েই আকর্ষক। কিন্তু ওই পার্বত্য রাজ্যের অসামান্য কিছু এলাকা এখনও ভ্রমণার্থীদের নজরে তেমন পড়েনি। যেমন নামথাং। সিকিমের প্রবেশপথ রাংপো থেকে মাত্র ২৫ কিলোমিটার দূরে পাহাড়ের কোলে ছোট্ট গ্রাম নামথাং সম্পর্কে জানাতে শুক্রবার কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করল নামথাং ট্যুরিজম ডেভেলপমেন্ট কমিটি।
কমিটির প্রতিনিধিরা জানালেন, বছরে অন্তত ১০ লক্ষ পর্যটক সিকিমে গেলেও তাঁদের অনেকে নামথাংয়ের সৌন্দর্য-সম্পদের কথা জানেন না। নয়নাভিরাম নিসর্গ ছাড়াও ওখানে আছে ট্রেকিং রুট। আছে রিভার র্যাফটিং, প্যারাগ্লাইডিংয়ের সুযোগও। তবে নামথাংয়ের সব চেয়ে বড় আকর্ষণ ‘নাগি পোখারি’ উৎসব। সিকিমের আঞ্চলিক সংস্কৃতির অপূর্ব নিদর্শন নাগি পোখারি। ৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি, তিন দিন ধরে ওই উৎসব হয়। এই পার্বত্য-সুন্দরী নামথাংয়ের সান্নিধ্য পেতে আমন্ত্রণ জানালেন এ দিনের বৈঠকে উপস্থিত নামথাং ট্যুরিজম ডেভেলপমেন্ট কমিটির সম্পাদক দেবস তামাং এবং ওই কমিটির সদস্য জিয়ম লেপচা। বৈঠকে ছিলেন ট্র্যাভেল এজেন্টস অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের যুগ্ম সম্পাদক শমীক ভট্টাচার্যও।