Monolith

বিশ্বের বিভিন্ন স্থানের পর আমদাবাদের পার্কেও ‘রহস্যজনক স্তম্ভ’

উদ্যান পরিচালকদের তরফ থেকে বলা হয়েছে, এই স্তম্ভটি একটি বেসরকারি সংস্থার পক্ষ থেকে এখানে বসানো হয়েছে। যাঁরা এখানে আসবেন, তাঁদের জন্যই এটি রাখা থাকবে।

Advertisement

সংবাদ সংস্থা

আমদাবাদ শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২১ ১৯:৩২
Share:

ছবি. ফেসবুক

বিশ্বের বিভিন্ন স্থানে হঠাৎ করেই দেখা মিলছিল এক ধাতব রহস্যজনক স্তম্ভের। এ বার সেই স্তম্ভের দেখা মিলল ভারতেও। নভেম্বর মাস থেকে ঘটে চলা এই রহস্যজনক কর্মকাণ্ডে শেষতম সংযোজন গুজরাতের আমদাবাদ। সেখানেই একটি বাগানের মধ্যে এই রহস্যজনক ধাতব স্তম্ভের সন্ধান পাওয়া গিয়েছে। চকচকে স্টিলের তৈরি এই স্তম্ভের ভারতে এটিই প্রথম আবির্ভাব।

Advertisement

যদিও পরে এই রহস্যজনক স্তম্ভের আসল সত্যিটা প্রকাশ পায়। জানা যায়, একটি বেসরকারি সংস্থা এটি স্থাপনা করেছে। প্রাথমিক ভাবে সাত ফুট লম্বা ও বেশ কিছুটা চকচকে স্টিলের স্তম্ভটি রহস্য তৈরি করলেও কিছুক্ষণের মধ্যেই সেই রহস্যের সমাধান করে প্রশাসন।

আমদাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশন ও একটি বেসরকারি সংস্থার উদ্যোগে থালতেজ এলাকার এই উদ্যান পরিচালিত হয়। কয়েকদিন আগেই এই উদ্যানের উদ্বোধন করেছেন গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি।

Advertisement

উদ্যান পরিচালকদের তরফ থেকে বলা হয়েছে, এই স্তম্ভটি একটি বেসরকারি সংস্থার পক্ষ থেকে এখানে বসানো হয়েছে। যাঁরা এখানে আসবেন, তাঁদের জন্যই এটি রাখা থাকবে। ধাতব স্তম্ভের গায়ে পথচারী ও ভ্রমণকারীরা নিজেদের প্রতিবিম্ব দেখতে পাবেন, নিজস্বী তুলতে পারবেন।

তিনকোনা রহস্যজনক ধাতব স্তম্ভ প্রথম দেখা গিয়েছিল আমেরিকার উটাহ শহরে। সেখানে প্রাথমিক ভাবে সেটি দেখতে পাওয়া গেলেও পরে সেটি উধাও হয়ে যায়। তারপর সারা পৃথিবীর প্রায় ৩০টি দেশে এই ধরনের রহস্যজনক ধাতব স্তম্ভ দেখতে পাওয়া যায়।

আরও পড়ুন: প্রেমিকার সাহায্যে বিমানবন্দর থেকে গ্রেফতার প্রতারণায় অভিযুক্ত চিনা নাগরিক

আরও পড়ুন: ‘সবার জন্য বাড়ি নিশ্চিত করব’, নয়া গৃহনির্মাণ প্রকল্পের শিলান্যাসে বললেন মোদী

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement