সংসদ ভবনের বাইরে প্রধানমন্ত্রী। ছবি: পিটিআই।
মুসলিম সম্প্রদায়ের মানুষ ভারতের অংশ। তাঁদেরও এ দেশে সমান অধিকার রয়েছে, বাকিদের মতো দেশের প্রতি কর্তব্যও রয়েছে তাঁদের। সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে দেশ জুড়ে বিক্ষোভের মধ্যে এমনটাই জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সংসদে বাজেট অধিবেশের আগে শুক্রবার দিল্লিতে এনডিএ শরিকদের নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী। সেখানেই সিএএ প্রসঙ্গ উঠলে তা নিয়ে মোদী বলেন, ‘‘সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে কিছু লোক দেশকে ভুল পথে চালিত করার চেষ্টা করছে। মুসলিমরা এই দেশের অংশ। এ দেশে তাঁদের সমান অধিকার রয়েছে এবং বাকিদের মতো দেশের প্রতি তাঁদেরও কর্তব্য রয়েছে।’’
সিএএ নিয়ে বিরোধিতা শুরু হয়েছে বটে, তবে তাতে চিন্তিত হওয়ার কোনও কারণ নেই, শরিক দলগুলিকে এমনটাও বোঝান মোদী। তাঁর দাবি, সরকার কোনও ভুল সিদ্ধান্ত নেয়নি। তাই এ নিয়ে চিন্তিত হওয়ার কোনও কারণ নেই। বরং কেউ এ নিয়ে প্রশ্ন তুললে, তাঁদের বোঝানো উচিত যে নাগরিকত্ব দিতেই এই আইন আনা হয়েছে, কারও নাগরিকত্ব কেড়ে নিতে নয়।
আরও পড়ুন: আগামিকাল নির্ভয়া কাণ্ডে দণ্ডিতদের ফাঁসি হচ্ছে না
আরও পড়ুন: রাত পোহালেই বাজেট, শাঁখের করাত কোন দিকে কাটবে করনীতিতে
সিএএ-র বিরুদ্ধে গত দু’মাস ধরে দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ চলছে। দেশের অন্দরে তো বটেই, আন্তর্জাতিক মহলেও এ নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে ভারতকে। সম্প্রতি বিশ্ব গণতন্ত্র সূচকে ভারতের পতনের জন্যও এই আইনকে দায়ী করেছেন অনেকে। দাবি উঠেছে বিতর্কিত এই আইন বাতিল করার। কিন্তু এ নিয়ে নিজেদের অবস্থানে অনড় মোদী সরকার।