Merchant Navy Officer Murder

ড্রামে নয়, ট্রলিব্যাগে সৌরভের দেহ ভরার ছক ছিল মুস্কানের! কেন পরিকল্পনার বদল? কী বলছে পুলিশ?

পুলিশ সূত্রে খবর, মুস্কানের ঘর থেকে উদ্ধার হওয়া ট্রলিব্যাগে রক্তের দাগ মিলেছে। একটি মিক্সি গ্রাইন্ডারও পাওয়া গিয়েছে। সন্দেহ, তা হলে কি হাড়, মাংস টুকরো করার জন্য সেটি আনা হয়েছিল?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৫ ১২:৫৮
Share:
(বাঁ দিকে) মুস্কান রস্তোগী এবং সাহিল শুক্ল। সৌরভ রাজপুত (ডান দিকে)।

(বাঁ দিকে) মুস্কান রস্তোগী এবং সাহিল শুক্ল। সৌরভ রাজপুত (ডান দিকে)। —ফাইল চিত্র।

ড্রামে নয়, সৌরভ রাজপুতের দেহ ট্রলিব্যাগে ভরার পরিকল্পনা করেছিলেন তাঁর স্ত্রী মুস্কান রস্তোগী এবং স্ত্রীর প্রেমিক সাহিল শুক্ল। দু’জনকে জেরা করে এমনটাই জানতে পেরেছেন তদন্তকারীরা। কিন্তু সেই পরিকল্পনা আচমকা বদলে ফেলার সিদ্ধান্ত নেন অভিযুক্তেরা। মুস্কানের ঘর থেকে উদ্ধার হয়েছে একটি ট্রলিব্যাগও। পুলিশের সন্দেহ ওই ব্যাগেই সৌরভের দেহ ভরে লোপাটের পরিকল্পনা করেছিলেন মুস্কান এবং সাহিল।

Advertisement

তদন্তে পুলিশ জানতে পেরেছে, সৌরভকে খুনের পর ট্রলিব্যাগে তাঁর দেহ ভরার চেষ্টা করেছিলেন মুস্কান এবং সাহিল। কিন্তু সৌরভের শারীরিক গঠন এবং উচ্চতার জন্য তাঁর দেহ ট্রলিব্যাগে আঁটছিল না। তাই শেষমেশ দোকান থেকে কিনে আনা ড্রামে সৌরভের ভরার পরিকল্পনা করেন। শুধু তা-ই নয়, ট্রলিব্যাগে দেহ ভরলে ধরা পড়ার ভয় ছিল বেশি। তাই ট্রলিব্যাগে সৌরভের দেহ ভরার পরেও তা বার করেন বলে জানতে পেরেছে পুলিশ। তার পর সৌরভের দেহ টুকরো করে প্রমাণ লোপাটের জন্য ড্রামে ভরে সিমেন্ট দিয়ে মুখ আটকে দেন। যদিও ট্রলিব্যাগে ভরে দেহ লোপাটের পরিকল্পনা নিয়ে মুস্কান যে দাবি করেছেন, সেই দাবি সত্য কি না তা খতিয়ে দেখছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, মুস্কানের ঘর থেকে যে ট্রলিব্যাগ উদ্ধার হয়েছে, তাতে রক্তের দাগ মিলেছে। একটি মিক্সি গ্রাইন্ডারও পাওয়া গিয়েছে। আর তা থেকেই সন্দেহ, তা হলে কি হাড়, মাংস ছোট ছোট টুকরো করার জন্য এই মিক্সি আনা হয়েছিল? গত ৪ মার্চ সৌরভকে খুনের অভিযোগ ওঠে মুস্কান এবং সাহিলের বিরুদ্ধে। ১৮ মার্চ সৌরভের টুকরো করা দেহ উদ্ধার হয় ড্রামের ভিতর থেকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement