Mumbai

পাবজি খেলার জন্য দামি ফোন কিনে না দেওয়ায় আত্মঘাতী ছাত্র

সম্প্রতি পাবজি গেম নিষিদ্ধ ঘোষণা করবার জন্য মুম্বই হাইকোর্টে মায়ের মাধ্যমে আবেদন জানিয়েছিলেন এক ১১ বছরের বালক। এ বার সেই মুম্বইতেই পাবজি গেম খেলার জন্য দামি মোবাইল কিনে দিতে না চাওয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলো এক ছাত্র।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০১৯ ১৬:৫৮
Share:

ছবি: শাটারস্টক

সম্প্রতি পাবজি গেম নিষিদ্ধ ঘোষণা করবার জন্য মুম্বই হাইকোর্টে মায়ের মাধ্যমে আবেদন জানিয়েছিলেন এক ১১ বছরের বালক। এ বার সেই মুম্বইতেই পাবজি গেম খেলার জন্য দামি মোবাইল কিনে দিতে না চাওয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলো এক ছাত্র।

Advertisement

মুম্বই পুলিশের তরফে জানানো হয়েছে যে, মুম্বইয়ের কুরলার নেহরুনগরের বাসিন্দা সেই ছাত্র অনলাইনে পাবজি গেম খেলার জন্য প্রায় ৩৭ হাজার টাকা দামের একটি হাই-এন্ড মোবাইল ফোন কিনে দেওয়ার জন্য বায়না ধরে তার পরিবারের কাছে। কিন্তু তার পরিবারের পক্ষ থেকে সেই দাবি মানা হয়নি। তাঁকে তার বাড়ির লোক বলেন যে, এক্ষুনি এত দামি ফোন তাকে কিনে দেওয়া হচ্ছে না। খুব বেশি হলে ২০ হাজার টাকা দামের একটি মোবাইল ফোন কিনে দেওয়া হতে পারে তাকে। পরিবারের তরফে এমন সাড়া পেয়েই মানসিক ভাবে ভেঙে পড়ে সেই ছাত্রটি। তার পরেই নিজের বাড়িতে রান্না ঘরের সিলিং ফ্যান থেকে গলায় দড়ি দিয়ে আত্মহত্যার পথ বেছে নেয় সে।

এই ঘটনার জন্য দুর্ঘটনাজনিত মৃত্যুর একটি মামলা দায়ের করা হয়েছে মুম্বই পুলিশের তরফে। যদিও এই ঘটনার বিস্তারিত তদন্ত হবে বলে জানিয়েছে পুলিশ।

Advertisement

আরও পড়ুন: পশ্চিমবঙ্গে সভা করতে দিচ্ছে না তৃণমূল, অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনে বিজেপি

আরও পড়ুন: মোদীর প্রতি ভালবাসাই মিলিয়েছিল দু’জনকে, এক মাসেই স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ স্ত্রীর

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement