বেআইনি নির্মাণের জন্য এলাকায় একের পর এক জমি বেদখল হয়ে যাচ্ছিল। দীর্ঘদিন থেকেই এর বিরুদ্ধে প্রতিবাদে সরব ছিলেন স্থানীয় বাসিন্দা ভূপেন্দ্র ভিরা। গত শনিবার সেই ৬১ বছরের সেই বৃদ্ধ প্রতিবাদীকে নিজের বাড়িতে দুষ্কৃতীদের হাতে প্রাণ হারাতে হল। মুম্বইয়ের সান্তা ক্রুজ এলাকার জোরজবরদস্তি করে জমি দখলের বিরুদ্ধে আন্দোলন করছিলেন তিনি। পরিবারের অভিযোগের ভিত্তিতে রজ্জাক খান নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। অভিযোগ, কংগ্রেসের ছত্রছায়াতেই তাঁর বাড়বাড়ন্ত। সোমবার সকালে রজ্জাক ও তার ছেলে আমজাদকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, আর পাঁচটা দিনের মতো ঘটনার দিনও বসার ঘরে বসে টিভি দেখছিলেন ভূপেন্দ্র। বাড়ির ভিতরে কাজে ব্যস্ত ছিলেন তাঁর স্ত্রী। রাত ৯টা নাগাদ হঠাৎই আগ্নেয়াস্ত্র নিয়ে ঘরে ঢুকে আসে এক দুষ্কৃতী। কিছু বুঝে ওঠার আগেই ভূপেন্দ্রর মাথায় গুলি করে সে। রক্তাক্ত অবস্থায় সেখানেই লুটিয়ে পড়েন তিনি। ভূপেন্দ্রর স্ত্রীর দাবি, ঘরের ভিতরে থাকলেও গুলির শব্দ শুনতে পাননি তিনি। পুলিশের অনুমান, সাইলেন্সার লাগানো আগ্নেয়াস্ত্র নিয়ে বৃদ্ধের উপর হামলা চালানো হয়েছে। সেই কারণেই গুলির শব্দ শোনা যায়নি।
ভূপেন্দ্রর মতোই তাঁর সঙ্গে দীর্ঘদিন ধরে আন্দোলন চালাচ্ছেন আম আদমির পার্টির প্রাক্তন সদস্য ও সমাজকর্মী অঞ্জলি দামানিয়া। অঞ্জলির অভিযোগ, সারা জীবন বেআইনি জমি কারবারিদের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে গিয়েছেন ভূপেন্দ্র। সে কারণেই তাঁকে খুন হতে হল। তাঁর দাবি, ঘটনার আগে থেকেই ভূপেন্দ্র-সহ তাঁর মতো আরও অনেককেই প্রাণহানির হুমকি দিচ্ছে দুষ্কৃতীরা।
তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, কিছু দিন আগেই এলাকায় চারটি বেআইনি নির্মাণের বিরুদ্ধে পুরসভায় অভিযোগ জানিয়েছিলেন ভূপেন্দ্র। তবে ঘটনার আগে ওই বৃদ্ধ প্রাণহানির কোনও হুমকি পেয়েছিলেন কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন