প্রতীকী ছবি।
০২০৭। এই নম্বরটাই ভাগ্য বদলে দিল মুম্বইয়ের গণেশ শিন্ডের। গত ১৬ জুন দুবাইয়ের জনপ্রিয় লটারি খেলা ‘মিলেনিয়াম মিলিয়োনেয়ার’-এর টিকিট কেটেছিলেন তিনি। তাঁর সেই ০২০৭ টিকিট নম্বরই যে তাঁকে কোটিপতি বানাবে সেটা স্বপ্নেও ভাবেননি গণেশ।
মাঝেমধ্যেই নিজের ভাগ্য পরীক্ষা করতে লটারির টিকিট কাটতেন তিনি। দু’বছর ধরে তাঁর টানা ‘পরিশ্রম’-এর পুরস্কার পেয়ে যারপরনাই খুশি গণেশ।
জানিয়েছেন, কর্মসূত্রে ব্রাজিল এবং দুবাইয়ে মাঝেমধ্যেই যেতে হয় তাঁকে। গত দু’বছর ধরে দুবাইয়ের এই লটারির টিকিট কেটে নিজের ভাগ্য পরীক্ষা করতেন গণেশ। কিন্তু প্রতি বারই ভাগ্য মুখ ফিরিয়েছে। শেষমেশ ০২০৭ নম্বরটি তাঁর জীবন বদলে দিল। গণেশ জিতলেন সাড়ে ৭ কোটি টাকা।
এত টাকা দিয়ে কী করবেন? গণেশকে সাংবাদিকরা এই প্রশ্ন করায় তিনি বলেন, “আমার অনেকগুলো স্বপ্ন রয়েছে। সেই সব স্বপ্ন পূরণ করতে পারব এ বার।” তাঁর কথায়, “গাড়ি কিনব। একটা বড় বাড়ি কিনব। সন্তানের শিক্ষার জন্য টাকা সঞ্চয় করব।” উল্লেখ্য যে বিষয়টি তা হল, পুরো টাকাটা করমুক্ত।
(আগে এই কপিতে ভুলবশত লটারির টিকিটে জেতা টাকার অঙ্ক ৭৫ কোটি লেখা হয়েছিল। আসল অঙ্কটি সাড়ে ৭ কোটি। এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আমরা দুঃখিত।)