ছবি- রয়টার্স।
মুম্বইয়ের কোভিড পরিস্থতি নিয়ে প্রায় প্রত্যেক দিনই মুম্বইয়ের পৌরপ্রশাসন বিএমসি-কে বিঁধছে বিরোধী দল বিজেপি। করোনায় মৃত্যুর তথ্য গোপনেরও অভিযোগ তোলা হয়েছে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার পাল্টা জবাব দিলেন বিএমসি-র মেয়র কিশোরী পেডনেকার। তিনি বলেন, ‘‘মুম্বইয়ে কোনও তথ্য গোপন করা হয়নি। শহরে কোনও নদীও নেই যে কোভিডে মৃতদের দেহ ভাসিয়ে দেওয়া হবে। শহরে তিন জায়গায় মৃতদের তথ্য নথিভুক্ত করা হচ্ছে। ফলত, তথ্য লুকোনোর কোনও জায়গা নেই।’’ প্রসঙ্গত, গঙ্গায় কোভিডে মৃতদের দেহ ভাসিয়ে দেওয়ায় সম্প্রতি গোটা দেশ জুড়ে প্রবল সমালোচনার মুখে পড়তে হয়েছে বিজেপিশাসিত উত্তরপ্রদেশ এবং বিহারকে।
অতিমারির দুই ঢেউয়েই গোটা দেশের মধ্যে মহারাষ্ট্রেই দৈনিক সংক্রমণ সবচেয়ে বেশি। তা নিয়েই উদ্ধব সরকারকে ক্রমাগত কটাক্ষ করছে বিজেপি। অথচ প্রধানমন্ত্র্রী নরেন্দ্র মোদীই বলছেন, কোভিড পরীক্ষা বেশি হলে সংক্রমিতের সংখ্যা আরও বেশি করে ধরা পড়বে। অতিমারি রুখতে তাই পরীক্ষা বাড়ানোর নির্দেশই দিয়েছেন তিনি। কোভিডের দ্বিতীয় ধাক্কা এবং অক্সিজেন ঘাটতি দ্রুত সামাল দেওয়ায় বিএমসি-র প্রশংসাও করেছে শীর্ষ আদালত।