—ফাইল চিত্র।
উত্তরপ্রদেশে রাজ্যসভার একটি আসনে আগামী ১১ সেপ্টেম্বর উপনির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। গত ১ অগস্ট সমাজবাদী নেতা অমর সিংহের মৃত্যুতে আসনটি খালি হয়। ২০২২-এর জুলাই পর্যন্ত আসনটির মেয়াদ রয়েছে। তাই দেরি না করেই আগামী মাসেই ওই নির্বাচন সেরে ফেলার পক্ষপাতী কমিশন।
উত্তরপ্রদেশ বিধানসভায় বিজেপির যা পরিস্থিতি, তাতে তাদের প্রার্থীর ওই আসনে জেতা প্রায় নিশ্চিত। গত সোমবারই ওই রাজ্যের রাজ্যসভার একটি আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছেন বিজেপি প্রার্থী জয়প্রকাশ নিষাদ। সমাজবাদী পার্টির সাংসদ বেণীপ্রসাদ বর্মার মৃত্যুতে আসনটি খালি হয়েছিল। সূত্রের মতে, অমর সিংহের মৃত্যুতে খালি হওয়া আসনে প্রার্থী হিসেবে উত্তরপ্রদেশের একাধিক নেতার সঙ্গেই মুকুল রায়ের নাম নিয়ে জল্পনা চলছে। বিজেপি সূত্রের মতে, মন্ত্রিসভার সম্প্রসারণ আসন্ন। করোনা অতিমারির কারণেই তা আটকে রয়েছে। মন্ত্রিসভার সম্প্রসারণের প্রশ্নে নতুন অন্তর্ভুক্তি হিসাবে জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার যেমন নাম রয়েছে, তেমনই রয়েছে মুকুল রায়ের নাম।
আগামী বছরেই বাংলায় বিধানসভা নির্বাচন। সে কারণেই রাজ্য থেকে কোনও নেতাকে কেন্দ্রে পূর্ণমন্ত্রীর দায়িত্ব দেওয়ার চিন্তাভাবনা রয়েছে বিজেপির শীর্ষ স্তরে। তাই যোগী আদিত্যনাথের রাজ্য থেকেই তাঁকে জিতিয়ে আনার চেষ্টা চালাচ্ছে দলের একটি অংশ।
আরও পড়ুন: পদ নিয়ে এখনও আগ্রহী নন রাহুল