Mukesh Ambani

সেরা দশ ধনীর তালিকা থেকে ছিটকে গেলেন মুকেশ অম্বানী

ব্লুমবার্গের মতে, মুকেশের বর্তমান সম্পত্তির পরিমাণ ৫.৬৩ লক্ষ কোটি টাকা।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২০ ০১:১৮
Share:

মুকেশ অম্বানী।— ফাইল চিত্র

চলতি বছরের প্রথম পর্যায়ে, করোনা পরিস্থিতির মধ্যেও উল্কার বেগে উত্থান। কিন্তু ধাক্কা খেতে হল শেষলগ্নে। ব্লুমবার্গ সূচকে সারা বিশ্বে প্রথম ১০ জন ধনীর তালিকা থেকে এ বার ছিটকে গেলেন মুকেশ অম্বানী। তিনি এই মুহূর্তে ১১তম স্থানে রয়েছেন।

Advertisement

ব্লুমবার্গের মতে, মুকেশের বর্তমান সম্পত্তির পরিমাণ ৫.৬৩ লক্ষ কোটি টাকা। কিন্তু ‘ব্লুমবার্গ বিলিওনেয়ার্স ইনডেক্স’-এই বছরের প্রথম দিকে চতুর্থ স্থানে উঠে এসেছিলেন রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড (আরআইএল)-এর কর্ণধার। সে সময় তাঁর সম্পত্তির পরিমাণ ছিল ৬.৬২ লক্ষ কোটি টাকা। বর্তমানে মুকেশের ঠিক আগে অর্থাৎ দশম স্থানে রয়েছেন ওর‌্যাকল কর্পোরেশনের কর্ণধার ল্যারি এলিসন। নবম স্থানে রয়েছেন গুগলের সহ-প্রতিষ্ঠাতা সের্গেই ব্রিন।

করোনা পরিস্থিতিতে বিপুল লক্ষ্মীলাভের পরেও মুকেশ অম্বানীর বিশ্বের প্রথম ১০ জন ধনীর তালিকা থেকে ছিটকে যাওয়ার কারণ কী? বিশেষজ্ঞরা বলছেন, আরআইএল-এর শেয়ারের মূল্য সর্বোচ্চ দর থেকে ১৬ শতাংশ প়ড়ে গিয়েছে। তার ধাক্কাতেই এখন ‘সেরা দশ’-এর বাইরে চলে যেতে হয়েছে মুকেশকে।

Advertisement

আরও পড়ুন: এনআরসি-ক্ষুব্ধ শান্তনু ঠাকুর কি দলে থাকবেন, উদ্বেগে বিজেপি

আরও পড়ুন: দেশের স্থপতিদের আদর্শ মেনেই চলছি, মোদীকে জবাব মমতার

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement