প্রতীকী ছবি।
রাষ্ট্রপতি নির্বাচনে সাংসদ ও বিধায়কদের আলাদা আলাদা রঙের ব্যালট পেপার দেওয়ার সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। সাংসদদের জন্য সবুজ রঙের ব্যালট থাকবে আর বিধায়কদের জন্য থাকবে গোলাপি রঙের ব্যালট। খবর কমিশন সূত্রের।
কমিশনের নির্দেশ অনুযায়ী, অরুণাচল প্রদেশ, বিহার, ছত্তীসগঢ়, হরিয়ানা, হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, রাজস্থান, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ এবং দিল্লির জন্য ব্যালট ইংরেজি ও হিন্দিতে ছাপা হবে। অন্যদিকে, অন্ধ্রপ্রদেশ, অসম, গোয়া, গুজরাত, জম্মু-কাশ্মীর, কর্নাটক, কেরল, মহারাষ্ট্র, মণিপুর, ওড়িশা, পঞ্জাব, সিকিম, তামিলনাড়ু, তেলঙ্গনা, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ ও পুদুচেরির ব্যালট ইংরেজি এবং হিন্দির পাশাপাশি সংশ্লিষ্ট রাজ্যের ভাষাতেও ছাপা হবে। অন্য ভাষায় সংশ্লিষ্ট রাজ্যে ছাপা হবে।
আরও পড়ুন: ‘সবই গুজব’: রাষ্ট্রপতি পদের দৌড়ে থাকার জল্পনা নস্যাৎ করলেন সুষমা
গত বছর রাজ্যসভা নির্বাচনের সময় হরিয়ানায় কালি-বিতর্কের জেরে এ বার বিশেষ পেন ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। জানা গিয়েছে, ওই বিশেষ পেন দিয়েই ভোটারকে ভোট দিতে হবে। না হলে, সেই ভোট বাতিল হবে।