মথুরায় তখন রক্তারক্তি, শুটিংয়ের ছবি পোস্ট করে বিতর্কে সাংসদ হেমা

জমি জবরদখল উচ্ছেদকে কেন্দ্র করে মথুরা যখন অগ্নিগর্ভ, সেই সময় নিজের ছবি টুইটারে পোস্ট করে তুমুল সমালোচনার মুখে পড়লেন অভিনেত্রী সাংসদ হেমা মালিনী। তবে কোনও রাজনৈতিক দল নয়, বরং সমালোচনায় মুখর হয়েছেন তুমুল সাধারণ মানুষ। যার ফলে টুইটারে পোস্ট করা সবকটি ছবি মুছে ফেলতে বাধ্য হলেন তিনি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ জুন ২০১৬ ১৯:০৫
Share:

জমি জবরদখল উচ্ছেদকে কেন্দ্র করে মথুরা যখন অগ্নিগর্ভ, সেই সময় নিজের ছবি টুইটারে পোস্ট করে তুমুল সমালোচনার মুখে পড়লেন অভিনেত্রী সাংসদ হেমা মালিনী। তবে কোনও রাজনৈতিক দল নয়, বরং সমালোচনায় মুখর হয়েছেন তুমুল সাধারণ মানুষ। যার ফলে টুইটারে পোস্ট করা সবকটি ছবি মুছে ফেলতে বাধ্য হলেন তিনি।

Advertisement

আরও পড়ুন: জবরদখল ঘিরে অগ্নিগর্ভ মথুরা, পুলিশ সুপার খুন, হত আরও ২৩

হেমা একটি ফিল্মের শুটিংয়ে মুম্বইয়ে গিয়েছিলেন। সেখানকারই কয়েকটি ছবি তিনি টুইটারে পোস্ট করেছিলেন। তিনি মথুরার সাংসদ। মথুরায় যখন এমন জটিল পরিস্থিতি, সাংসদ হেমা ঘটনাস্থলে না এসে বা পরিস্থিতির প্রতি নজর না রেখে কীভাবে টুইটারে এমন পোস্ট করতে পারেন তা নিয়েই শুরু হয় সমালোচনা। তিনি ৩টি ছবি পোস্ট করেছিলেন। পরিস্থিতি বেগতিক দেখে ছবিগুলি তৎক্ষণাৎ অ্যাকাউন্ট থেকে মুছেও ফেলেন তিনি। পরে নতুন একটি পোস্টে লেখেন, ‘‘কিছু আগে মথুরায় ফিরেছি। এমন পরিস্থিতির কথা আগে জানতাম না। মথুরার মানুষ শান্তি বজায় রাখুন। নিহত দুই পুলিশ কর্তার প্রতি সমবেদনা রইল।’’ বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র বলেন, ‘‘আমাদের মুখ্য ঘটনা থেকে দূরে চলে গেলে চলবে না।’’

Advertisement


এই ছবিগুলোই পোস্ট করেছিলেন তিনি। ছবি :টুইটার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement