সংবিধানকে যদি বাঁচাতে হয়, তা হলে মোদীকে খুন করার জন্য প্রস্তুত হন। প্রধানমন্ত্রী সম্পর্কে এই ধরনের বিতর্কিত মন্তব্য করার অভিযোগে গ্রেফতার হলেন মধ্যপ্রদেশের কংগ্রেস নেতা রাজা পাটেরিয়া।
কংগ্রেস নেতার একটি ভিডিয়ো সোমবার ভাইরাল হয়েছে। সেখানে দলীয় কর্মীদের উদ্দেশে তাঁকে বলতে শোনা গিয়েছে, “মোদী নির্বাচনকে শেষ করে দেবেন। জাতপাত, ভাষা এবং ধর্মের ভিত্তিতে ভেদাভেদ সৃষ্টি করবেন মোদী। দলিত, উপজাতি এবং সংখ্যালঘুদের জীবন বিপন্ন। যদি সংবিধানকে বাঁচাতে হয়, তা হলে মোদীকে খুন করার জন্য প্রস্তুত হন।” পাটেরিয়ার এই মন্তব্য প্রকাশ্যে আসতেই রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
কংগ্রেস নেতার এই মন্তব্য প্রকাশ্যে আসতেই তাঁর বিরুদ্ধে মামলা রুজু করার নির্দেশ দেয় মধ্যপ্রদেশ সরকার। সোমবার বিকেলে পান্নার পাওয়াই থানায় পাটেরিয়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। তার পরই দামোহর হাটাতে কংগ্রেস নেতাকে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ।
কংগ্রেস নেতার এই মন্তব্যের চরম নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান। এক বিবৃতি জারি করে তিনি বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রতিযোগিতায় পেরে উঠছে না কংগ্রেস। তাই তাদের নেতারা এ ধরনের কথা বলছেন। কংগ্রেসের আসল রূপ প্রকাশ্যে আসছে। আইনি পথেই এই ঘটনার পদক্ষেপ করা হবে।”
পাটেরিয়ার এই মন্তব্যের নিন্দা করেছেন রাজ্য কংগ্রেস নেতা পবন খেরা। তিনি বলেন, “অত্যন্ত নিন্দনীয়। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এ ধরনের ভাষা ব্যবহার মোটেই কাম্য নয়।”