Hindu Gods

দেবদেবীর সঙ্গে মদের ব্র্যান্ডের তুলনা করে বিতর্কে সাংসদ

মন্তব্যটি নিয়ে বুধবার তুলকালাম হয়ে যায় রাজ্যসভায়। ট্রেজারি বেঞ্চের সদস্যরা (শাসক দলের সদস্যরা) উঠে দাঁড়িয়ে তীব্র প্রতিবাদ করেন ওই মন্তব্যের। ওই মন্তব্যটি পরে সভার রেকর্ড থেকে বাদ দেওযা হয়। তবে বাদানুবাদের জেরে রাজ্যসভার এ দিনের অধিবেশন মুলতুবি হয়ে যায়।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ জুলাই ২০১৭ ১৯:২৪
Share:

সমাজবাদী পার্টির সাংসদ নরেশ অগ্রবাল। রাজ্যসভায়, বুধবার।

হিন্দু দেবদেবীদের সঙ্গে মদের ব্র্যান্ডের নাম জড়িয়ে বিতর্কিত মন্তব্য করার পর ক্ষমা চাইলেন সমাজবাদী পার্টির রাজ্যসভা সদস্য নরেশ অগ্রবাল। তাঁর মন্তব্যটি নিয়ে বুধবার তুলকালাম হয়ে যায় রাজ্যসভায়। ট্রেজারি বেঞ্চের সদস্যরা (শাসক দলের সদস্যরা) উঠে দাঁড়িয়ে তীব্র প্রতিবাদ করেন ওই মন্তব্যের। ওই মন্তব্যটি পরে সভার রেকর্ড থেকে বাদ দেওযা হয়। তবে বাদানুবাদের জেরে রাজ্যসভার এ দিনের অধিবেশন মুলতুবি হয়ে যায়।

Advertisement

সমাজবাদী পার্টির সাংসদ অগ্রবাল এ দিন তাঁর ভাষণে আগাগোড়া সমালোচনা করেন গোরক্ষকদের। তিনি বলেন, গোরক্ষার নামে দেশের বিভিন্ন প্রান্তে গণপিটুনি ও খুনের যে সব ঘটনা ঘটে চলেছে সে সবের পিছনে বিজেপি’র হাত রয়েছে। ওই সময় অগ্রবালের মন্তব্যের তীব্র প্রতিবাদ করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হংসরাজ গঙ্গারাম আহির। এর পরেই উত্তেজিত হয়ে হিন্দু দেবদেবীদের সঙ্গে মদের ব্র্যান্ডের নাম জড়িয়ে ওই বিতর্কিত মন্তব্যটি করেন সমাজবাদী পার্টির সাংসদ। আর তার পরেই তুমুল হই হট্টগোল শুরু হয়ে যায় রাজ্যসভায়।

আরও পড়ুন- ধর্ম ছাড়ুন, না হলে শাস্তির মুখে পড়ুন: সদস্যদের বার্তা চিনের কমিউনিস্ট পার্টির

Advertisement

তুমুল হই হট্টগোলের মধ্যেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি সাংসদের ওই বিতর্কিত মন্তব্যের সমালোচনা করতে গিয়ে বলেন, ‘‘উনি হিন্দু দেবদেবীদের নামের সঙ্গে মদের ব্র্যান্ডের নাম জড়িয়েছেন। এই ধরনের মন্তব্য উনি সংসদের বাইরে করলে ওঁকে গ্রেফতার হতে হতো। ওঁকে ক্ষমা চাইতে হবে।’’

এর পর সমাজবাদী পার্টির সাংসদ অগ্রবাল ক্ষমা চেয়ে নিয়ে বলেন, ‘‘কথাটা আমি ও ভাবে বলতে চাইনি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement