Vaishno Devi

Vaishno Devi Temple: চত্বরে ভিড়, একইসঙ্গে মন্দিরের ভিতরে যাওয়ার চেষ্টা, দেখুন দুর্ঘটনার আগের ভিডিয়ো

দুর্ঘটনার কিছু আগে রেকর্ড করা একটি ভিডিয়ো নেটমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই ভিডিয়োয় দেখা যাচ্ছে মন্দির চত্বরে ভিড় জমাচ্ছেন মানুষ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২২ ১৫:৫৪
Share:

মন্দির চত্বরে ভিড় জমিয়েছিলেন পূণ্যার্থীরা ছবি: পিটিআই

বছরের শুরুতেই শনিবার ভোররাতে জম্মু ও কাশ্মীরের বৈষ্ণোদেবী মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ১২ জনের । একইসঙ্গে আহত আরও প্রায় ১৫ জন। তবে এই দুর্ঘটনার কিছু আগেই মন্দির চত্বরে রেকর্ড করা একটি ভিডিয়ো নেটমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই ভিডিয়োয় দেখা যাচ্ছে মন্দির প্রাঙ্গণে ভিড় জমাচ্ছেন মানুষ।

Advertisement

হাজার হাজার পূণ্যার্থী মন্দির প্রাঙ্গণে ভিড় করেছিলেন। এরই পাশাপাশি বেশ কয়েক জন পূজো দেওয়ার জন্য মন্দিরের ভিতরে যাওয়ার চেষ্টা করেছিলেন। ফলে ধাক্কাধাক্কি শুরু হয় এবং অনেকে মাটিতে পড়ে যান।অন্ধকারের কারণে ঠিক কী হচ্ছে, তা বুঝে উঠতে পারেননি অনেকেই।

মন্দির কর্তৃপক্ষ এবং প্রশাসনের দায়িত্বজ্ঞানহীন মনোভাবের জেরে চূড়ান্ত অব্যবস্থা এবং উপচে পড়া পূণ্যার্থীদের ভিড়এই দুই কারণকেই ঘটনার জন্য দায়ী করছেন প্রত্যক্ষদর্শীরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement