গো-রক্ষার নামে গুন্ডাগিরির বিরুদ্ধে দেশ জুড়ে আওয়াজ উঠছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই এর নিন্দা করেছেন। এ বারে আরএসএস প্রধান মোহন ভাগবতও বললেন, ‘‘গো-রক্ষার নামে হিংসা হলে তাতে আসল উদ্দেশ্যই নষ্ট হয়।’’ একই সঙ্গে তাঁর দাবি, ‘‘দেশ জুড়ে গরু জবাই পুরোপুরি নিষিদ্ধ করে দেওয়ার আইন আনতে হবে।’’
রবিবার মহাবীর জয়ন্তীর অনুষ্ঠানে ভাগবতের মন্তব্য ঘিরে জল্পনা শুরু নানা মহলে। গো-রক্ষা বাহিনীর দাপাদাপি বন্ধ করতে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে মামলা হয়েছে। রাজস্থান-সহ আধ ডজন বিজেপি শাসিত রাজ্যকে নোটিসও দিয়েছে আদালত। তার মধ্যেই ভাগবতের বার্তা কিছুটা হলেও গো-রক্ষকদের তাণ্ডবে রাশ টানবে বলে মনে করছেন অনেকে। কিন্তু দেশ জুড়ে গরু জবাই পুরোপুরি বন্ধ করতে আইন আনার যে কথা সঙ্ঘ-প্রধান বলেছেন, তাতে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে কৃষক ও পশুপালকদের মধ্যে। কৃষকসভার সাধারণ সম্পাদক হান্নান মোল্লার কথায়, ‘‘গরু-মোষ দুধ দেওয়া বন্ধ করে দিলে বা ক্ষেতের কাজে লাগানো না গেলে, বেচে দেওয়াই নিয়ম। কোনও চাষিরই গরু-মোষকে বসিয়ে খাওয়ানো সম্ভব নয়। বেচতে না পেলে তাঁরা ওদের রাস্তায় ছেড়ে দেন। তখন এই সব গরু-মোষ ফসল নষ্ট করে। এর সঙ্গে ধর্মের সম্পর্ক নেই। এটা কৃষি অর্থনীতির প্রশ্ন।’’
কংগ্রেসের মনীশ তিওয়ারির প্রশ্ন, ‘‘এ বার আরএসএস কি অভিন্ন গরু-বিধি চালু করতে চাইছে!’’ কংগ্রেস নেতাদের বক্তব্য, বিজেপির সিদ্ধান্তের ফলে চামড়া শিল্পের মতো কসাইখানা নির্ভর একটা গোটা অর্থনীতি ভেঙে পড়ার মুখে।
আরও পড়ুন:মোদী বনাম মমতা, টক্কর চলছে সমানে সমানে