Rahul Gandhi

রাহুলের জন্মদিনে শুভেচ্ছা মোদীর, তোড়জোড় কংগ্রেসে

মঙ্গলবার ৪৮ বছরের পা দিলেন কংগ্রেস সভাপতি। দলের সভাপতি হওয়ার পর এটাই রাহুলের প্রথম জন্মদিন।

Advertisement

নয়াদিল্লি

সংবাদ সংস্থা  শেষ আপডেট: ১৯ জুন ২০১৮ ১০:৫৪
Share:

৪৮ বছরের পা দিলেন কংগ্রেস সভাপতি। ফাইল চিত্র।

সৌজন্যের রাজনীতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীর জন্মদিনে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী। টুইট করে শুভেচ্ছা জানান তিনি। রাহুলের দীর্ঘ ও সুস্থ জীবনের কামনা করলেন মোদী। প্রধানমন্ত্রী ছাড়াও শুভেচ্ছা জানিয়েছেন অন্যান্য রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা। শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

জন্মদিনের অভিনন্দন জানান কংগ্রেসের অনেকে শীর্ষ নেতারাও। আজ, মঙ্গলবার ৪৮ বছরের পা দিলেন কংগ্রেস সভাপতি। দলের সভাপতি হওয়ার পর এটাই রাহুলের প্রথম জন্মদিন।

রাহুলের জন্মদিন পালন করার জন্য আগে থেকেই তোড়জোড় শুরু হয়ে গিয়েছিল। সোমবার দুপুর থেকেই দিল্লির আকবর রোড চলে গিয়েছিল কংগ্রেস কর্মীদের দখলে। রাহুল গাঁধীকে জন্মদিনের অভিনন্দন জানিয়ে পোস্টার লাগানো হয় রাস্তায়।

Advertisement

সভাপতির জন্মদিন উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তে যজ্ঞেও আয়োজন করা হয়েছে। পাশাপাশি, যুব কংগ্রেস মঙ্গলবার ম্যারাথনেরও আয়োজন করছে। বেকারি, মহিলাদের নিরাপত্তার দাবিতে কেন্দ্রের বিরুদ্ধে সরব হওয়ার পরিকল্পনা নিয়েছে দলের অন্য মোর্চা।

যদিও বিষয়টি নিয়ে কংগ্রেসকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। বিজেপির মন্তব্য, এত দিন জন্মদিন বিদেশেই কাটাতেন রাহুল। এ বারে বুঝছেন, দেশে থাকা দরকার। আর সে কাজ করতে গিয়ে কংগ্রেসও পরিবার-পূজায় নামল। এ দিকে, রাহুল গাঁধীর জন্মদিনেই দিল্লিতে ইদ মিলনের আয়োজন করেছে আরএসএসের সংগঠন ‘মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ’।

আরও পড়ুন: কেজরী-টুইটে প্রধানমন্ত্রীই লক্ষ্য রাহুলের

আরও পড়ুন: পাসপোর্ট বাতিল, তবু সমানে ঘুরছেন নীরব​

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement