-ফাইল চিত্র।
ব্রাসেলস জঙ্গি হামলার কারণে বদলাচ্ছে না প্রধানমন্ত্রীর সফর।
ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতৃত্বের মধ্যে ব্রাসেলস-এ চলতি মাসের শেষে বৈঠক পূর্বনির্ধারিতই ছিল। কিন্তু আজ সেখানে বিস্ফোরণের দিনই প্রধানমন্ত্রীর সফরের ঘোষণা করে একটি সঙ্কেত দিল নয়াদিল্লি। কূটনৈতিক শিবিরের বক্তব্য, আজ এই ঘোষণার মাধ্যমে আন্তর্জাতিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে একটি জোরালো বার্তাই দেওয়া হল।
বিদেশমন্ত্রকের মুখপাত্র বিকাশ স্বরূপ গোটা ঘটনার তীব্র নিন্দা করে বলেছেন, ‘‘আজকের ঘটনার পর আবারও স্পষ্ট হয়ে গেল যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সবার একজোট হওয়ার প্রয়োজন রয়েছে।’’ পাশাপাশি, প্রধানমন্ত্রীর সফর যে এই ঘটনার কারণে পরিবর্তন করা হবে না তা স্পষ্ট করে বিকাশ জানান, ৩০ মার্চ নরেন্দ্র মোদী ব্রাসেলস পৌঁছবেন ত্রয়োদশ ভারত-ইউরোপীয় ইউনিয়ন সম্মেলনে যোগ দিতে। গোটা কাণ্ডে ভারতের কেউ হতাহত হননি— প্রাথমিক ভাবে এ কথা বললেও পরে বিদেশমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিস্ফোরণের ঘটনায় জখম হয়েছেন জেট এয়ারওয়েজের বিমানের দুই ভারতীয় ক্রু। জানানো হয়েছে, দু’জনের মধ্যে জখম হওয়া এক মহিলা জেট এয়ারওয়েজের বিমানের ইন ফ্লাইট অ্যাটেনড্যান্ট।
আরও পড়ুন- ব্রাসেলসে জঙ্গি হামলা, বিস্ফোরণে হত ২৬, দায় স্বীকার আইএসের
প্রশ্ন উঠেছিল, আজকের ঘটনার পর প্রধানমন্ত্রীর সফর বাতিল না হোক, নিরাপত্তার কারণে অনুষ্ঠানের কাটছাঁট করা হবে কি না। কিন্তু বিদেশমন্ত্রক জানিয়ে দিয়েছে তারও কোনও সম্ভাবনা নেই। সে দেশের ভারতীয় বংশোদ্ভূতদের নিয়ে একটি জনসভা করার কথা রয়েছে মোদীর। সাউথ ব্লক বেশ কিছু দিন আগে থেকেই এ বিষয়ে উদ্যোগী হয়েছিল। তাৎপর্যপূর্ণ ভাবে এই জনগোষ্ঠীর বেশির ভাগই কয়েক পুরুষ আগে গুজরাত থেকে আসা। হীরের বাণিজ্যে বিশ্বের এক নম্বরে থাকা বেলজিয়ামে কালক্রমে ইহুদিদের পিছনে ফেলে এগিয়ে এসেছে এই অনাবাসী গুজরাতি সম্প্রদায়। ‘মেক ইন ইন্ডিয়া’কে সামনে রেখে এই সম্প্রদায়ের উদ্দেশে বার্তা দেবেন প্রধানমন্ত্রী। ওই অনুষ্ঠানের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে।