Narendra Modi

হাসিনার সঙ্গে কথা মোদীর

শেখ হাসিনার সঙ্গে পশ্চিমবঙ্গের সাম্প্রতিক ঘূর্ণিঝড় নিয়ে আলোচনা হয়েছে মোদীর।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ মে ২০২০ ০২:২৯
Share:

ফাইল চিত্র।

চিন, নেপাল এবং পাকিস্তানের চাপে ভারতের প্রতিবেশী বলয়কে এই করোনা সঙ্কটের মধ্যেও যথেষ্ট ভঙ্গুর দেখাচ্ছে বলেই মত কূটনৈতিক শিবিরের। তার পাশাপাশি ইসলামি বিশ্ব তথা ওআইসি-র মঞ্চে ভারতের সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি বৈষম্যের অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে সোমবার ইদ কূটনীতি সারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সংযুক্ত আরব আমিরশাহির যুবরাজ শেখ মহম্মদ বিন জায়েদ আলি নাহায়ানের মতো রাষ্ট্রনেতাদের ফোন করে ইদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী।

Advertisement

শেখ হাসিনার সঙ্গে পশ্চিমবঙ্গের সাম্প্রতিক ঘূর্ণিঝড় নিয়ে আলোচনা হয়েছে মোদীর। ওই ঝড়ে বাংলাদেশেরও ক্ষয়ক্ষতি হয়েছে। দুই নেতা এই বিষয়ে নিজ নিজ রাষ্ট্রের পরিস্থিতি সংক্রান্ত তথ্য বিনিময় করেছেন বলে জানা গিয়েছে। করোনাভাইরাস মোকাবিলা নিয়েও দুই নেতার কথা হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement