ছবি: এএফপি।
১৯৮৪ সালের শিখ-বিরোধী দাঙ্গা নিয়ে বিশেষ তদন্তকারী দল (সিট) যে সুপারিশ করেছে, কেন্দ্র তা মেনে নিয়েছে। সেই অনুযায়ী পদক্ষেপ করা হবে বলে বুধবার সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র। অভিযোগ ওঠে, পুলিশের কয়েক জন অফিসারের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল সিট। কিন্তু তা কার্যকর হয়নি।
প্রধান বিচারপতি এস এ বোবডের নেতৃত্বাধীন বেঞ্চে কেন্দ্রের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, ‘‘সিটের সুপারিশগুলি আমরা গ্রহণ করেছি। আইন অনুযায়ী পদক্ষেপ করা হবে। অনেকগুলি পদক্ষেপ করা প্রয়োজন। আমরা তা করবো।’’ শিখ-বিরোধী হিংসায় অভিযুক্ত প্রাক্তন কংগ্রেস কাউন্সিলর বলবান খোখারের চার সপ্তাহের প্যারোল এ দিন মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট।