মনমোহনের জামাইকেই গোয়েন্দা-জাল তৈরির দায়িত্ব মোদীর

মনমোহন সিংহর জামাইকে দেশ জুড়ে গোয়েন্দা-জাল তৈরির দায়িত্ব দিলেন নরেন্দ্র মোদী। আজ কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ কমিটি অশোক পট্টনায়েক-কে ন্যাটগ্রিড বা ন্যাশনাল ইন্টেলিজেন্স গ্রিড-এর সিইও নিযুক্ত করেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৩ জুলাই ২০১৬ ২১:৪৮
Share:

মনমোহন সিংহর জামাইকে দেশ জুড়ে গোয়েন্দা-জাল তৈরির দায়িত্ব দিলেন নরেন্দ্র মোদী।

Advertisement

আজ কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ কমিটি অশোক পট্টনায়েক-কে ন্যাটগ্রিড বা ন্যাশনাল ইন্টেলিজেন্স গ্রিড-এর সিইও নিযুক্ত করেছে। অশোক প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহনের কন্যা দমন সিংহর স্বামী। গুজরাত ক্যাডারের এই আইপিএস অফিসার এত দিন ইন্টেলিজেন্স ব্যুরোর অতিরিক্ত অধিকর্তার পদে ছিলেন। ন্যাটগ্রিড-এর সিইও-র পদটি বেশ কয়েক মাস ধরে খালি পড়েছিল। মনমোহন জমানাতেই দেশ জুড়ে গোয়েন্দা তথ্য দ্রুত আদানপ্রদানের জন্য, দেশের সমস্ত থানা থেকে শুরু করে সমস্ত নিরাপত্তা বাহিনীর দফতরকে তথ্যপ্রযুক্তির মাধ্যমে জুড়ে দিতে ন্যাটগ্রিডের পরিকল্পনা তৈরি হয়। সরকারি আমলাদের পাশাপাশি বেসরকারি ক্ষেত্রের পেশাদারদেরও নিয়োগ করা হয় এই সংস্থায়। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রক থেকে পি চিদম্বরম সরে যাওয়ার পর থেকে কাজের গতি শ্লথ হয়ে পড়েছিল। সেই কাজে গতি আনতে আজ মনমোহনের জামাইকেই দায়িত্ব দিলেন মোদী। প্রধানমন্ত্রী ও রাজনাথ সিংহই মন্ত্রিসভার নিয়োগ কমিটির সদস্য। সেই কমিটিতেই আজ এই সিদ্ধান্ত হয়েছে।

আরও পড়ুন: কেন্দ্রের আপত্তি সত্ত্বেও বিকল্প কোর্ট তৈরির প্রস্তাব খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement