Raj Thackeray

Raj Thackeray: রাজ ঠাকরের ৫৪তম জন্মদিনে পেট্রল বিলি লিটার প্রতি ৫৪ টাকায়, অওরঙ্গাবাদে খুশির হাওয়া

রাজ ঠাকরের ৫৪তম জন্মদিনে লিটার প্রতি ৫৪ টাকায় পেট্রল বিলি করতে উদ্যোগী হয় মহারাষ্ট্র নবনির্মাণ সেনার কর্মীরা। অওরঙ্গাবাদে খুশির হাওয়া।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ জুন ২০২২ ১৬:০৬
Share:

ফাইল চিত্র।

জন্মদিনের উপহার! নেতার জন্মদিনে অভিনব উদ্যোগ মহারাষ্ট্র নবনির্মাণ সেনার (এমএনএস)। মঙ্গলবার ৫৪ বছরে পা দিয়েছেন রাজ ঠাকরে। সে কারণে অওরঙ্গাবাদের ক্রান্তি চক পেট্রল পাম্পে লিটার প্রতি ৫৪ টাকায় মিলছে পেট্রল। বালাসাহেব ঠাকরের ভ্রাতুষ্পুত্রের জন্মদিনে এমনই আয়োজন করেছে এমএনএস।

Advertisement

অর্ধেক দামে পেট্রল কিনতে সকাল ৬টা থেকেই ওই পেট্রল পাম্পে ভিড় জমাতে শুরু করেছেন সাধারণ মানুষ। এ কথা জানিয়েছেন অওরঙ্গাবাদের এমএনএস সভাপতি সুমিত খুম্বেকর। সস্তায় পেট্রল পেয়ে ‘বেজায় খুশি’ সাধারণ মানুষ।

সোমবার এক অডিয়ো বার্তায় এমএনএস প্রধান বলেছেন, ‘‘অস্ত্রোপচার করাব। কোভিডের মৃত কোষের ব্যাপারে চিকিৎসকরা জানিয়েছেন। তাই জন্মদিনে কারও সঙ্গে দেখা করতে পারব না। আগামী সপ্তাহে আমার অস্ত্রোপচারের দিন ঠিক হয়েছে।’’

Advertisement

জন্মদিন উপলক্ষে মঙ্গলবার ভোর সাড়ে ৫টা নাগাদ শেগাঁওয়ে সন্ত গজানন মহারাজ মন্দিরে ভিড় জমান এমএনএস কর্মীরা। রাজ ঠাকরের দীর্ঘায়ু কামনা করে কয়েকশো কর্মী প্রার্থনা করেন। কয়েক দিন আগে লাউডস্পিকার বিতর্কে একের পর এক হুঁশিয়ারি দিয়ে খবরের শিরোনামে ছিলেন রাজ ঠাকরে।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement