ভেঙে পড়া মিগ ২৯কে বিমানের পাইলট নিশান্ত সিংহ।
দশ দিন নিখোঁজ থাকার পর অবশেষে সোমবার উদ্ধার হল বিমানের পাইলট নিশান্ত সিংহের দেহ। গোয়া উপকূল থেকে ৩০ মাইল দূরে সমুদ্রের ৭০ মিটার গভীরে তাঁর দেহ মিলেছে বলে নৌবাহিনী সূত্রে খবর।
গত ২৬ নভেম্বর ভারতীয় নৌসেনার প্রশিক্ষণরত মিগ ২৯ কে বিমান মহড়া চলাকালীন আরব সাগরে ভেঙে পড়ে। বিমানের দুই পাইলটের মধ্যে এক জনকে তৎক্ষণাৎ উদ্ধার করা হয়। কিন্তু অন্য পাইলট নিশান্ত সিংহের কোনও হদিশ মেলেনি।
তাঁর খোঁজে নৌবাহিনীর উদ্ধারকারী হেলিকপ্টার নামানো হয়। কোস্টাল পুলিশও নিশান্তের অনুসন্ধানে নামে। নিশান্তকে খুঁজতে স্থানীয় মৎস্যজীবীদের সঙ্গেও যোগাযোগ করা হয়। তল্লাশি অভিযান চালানোর সময় গত ২৯ নভেম্বর বিমানের ধ্বংসাবশেষের খোঁজ মেলে। কিন্তু নিশান্তের কোনও চিহ্ন মেলেনি।
নৌবাহিনী সূত্রে জানানো হয়েছে, তার পরেও তল্লাশি অভিযান জারি রাখা হয়েছিল।