ছবি: সংগৃহীত।
বেজায় অস্বস্তিতে পড়ে গিয়েছে কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রক। কেননা তাদের নাকের ডগা দিয়ে নকল নথি দাখিল করে কোটি কোটি টাকার সড়ক সম্প্রসারণ সংক্রান্ত উপদেষ্টার কাজ হাতিয়ে নিয়েছে ১১টি সংস্থা! ধরা পড়ার পরে ফাঁপরে পড়েছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অব ইন্ডিয়া (এনএইচএআই)। গত তিন বছরে ওই ১১টি উপদেষ্টার সংস্থার মাধ্যমে যত কাজ হয়েছে, তার তথ্য যাচাই করার নির্দেশ দিয়েছেন এনএইচএআই-কর্তৃপক্ষ। ওই সব সংস্থাকে ইতিমধ্যে কালো তালিকাভুক্ত করা হয়েছে।
তথ্য যাচাই পর্বে যদি আরও বড় ধরনের গোলমাল ধরা পড়ে, তা হলে সবিস্তার তদন্ত হতে পারে বলে জানিয়েছেন এনএইচএআই-কর্তারা। পুরো ঘটনায় কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রকের অস্বস্তির কারণ, ১১টি উপদেষ্টা সংস্থা বছরের পর বছর নকল নথি জমা দিয়ে বা তথ্য গোপন করে যে-ভাবে মোটা অঙ্কের কাজ হাতিয়েছে, সেটা প্রাথমিক ভাবে নজরেই আসেনি মন্ত্রকের কর্তাদের।
দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯