প্রতীকী ছবি।
দেশ-বিরোধী ভাবনাকে যা প্রশ্রয় দেয়— এমন কিছু সম্প্রচার না-করার জন্য টিভি চ্যানেলগুলিকে গত রাতে চিঠি পাঠিয়ে সতর্ক করল কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক। দেশের অখণ্ডতাকে আঘাত করার মতো কোনও বিষয়ও যাতে সম্প্রচারিত না হয়, তা-ও নিশ্চিত করতে বলা হয়েছে তাদের।
আচমকা এমন নির্দেশিকায় সংবাদ জগতের পাশাপাশি চাঞ্চল্য শুরু হয়েছে রাজনৈতিক মহলেও। কারণ, ‘দেশ-বিরোধী’ বা ‘অখণ্ডতাকে আঘাত করার মতো বিষয়বস্তু’ বলতে কেন্দ্র ঠিক কী বলছে, চিঠিতে তার ব্যাখ্যা দেওয়া হয়নি। রাজনৈতিক বিরোধীদের একাংশের অভিযোগ, নাগরিকত্ব সংশোধনী বিলের বিরুদ্ধে উত্তর-পূর্ব-সহ দেশের বিভিন্ন প্রান্তের প্রতিবাদের ছবিটা যাতে ঠিকমতো বোঝা না-যায়, ঘুরপথে আসলে তা-ই নিশ্চিত করতে এই নির্দেশিকা জারি করেছে নরেন্দ্র মোদী সরকার। বিশেষত ওই বিলের বিরুদ্ধে প্রতিবাদে অসম ও ত্রিপুরার পরিস্থিতি যখন ইতিমধ্যেই অগ্নিগর্ভ।
তথ্য ও সম্প্রচার মন্ত্রকের লেটারহেডে লেখা চিঠিটির প্রতিলিপি সমাজমাধ্যমেও ছড়িয়ে পড়েছে। চিঠির তারিখ ১১ অক্টোবর। ডিরেক্টর অমিত কাটোচের সই করা ওই চিঠিটি পাঠানো হয়েছে সমস্ত ডিটিএইচ ও কেব্ল অপারেটর, নিউজ ব্রডকাস্টার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট রজত শর্মা এবং ইন্ডিয়ান ব্রডকাস্টিং ফাউন্ডেশনের প্রেসিডেন্ট এন পি সিংহকে। বেসরকারি চ্যানেলগুলিকে ১৯৯৫ সালের কেব্ল টিভি আইন মেনে চলার কথা মনে করিয়ে চিঠিতে বলা হয়েছে, ‘‘সম্প্রচারের সময়ে এমন সব বিষয়বস্তুর ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, যেগুলি হিংসায় ইন্ধন দেয়, আইন-শৃঙ্খলার অবনতি ঘটায় বা দেশ-বিরোধী ভাবনাকে প্রশ্রয় দেয়।’’