Lakhimpur Kheri

Lakhimpur Clash: ছেলের দোষ প্রমাণিত হলে পদত্যাগ করব, লখিমপুরের ঘটনা নিয়ে দাবি কেন্দ্রীয় মন্ত্রীর

মন্ত্রীর ছেলে-সহ কয়েক জনের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করেছে পুলিশ। হাই কোর্টের এক অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তদন্ত শুরু হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০২১ ১৪:১৬
Share:

ছেলে ঘটনাস্থলে ছিল না বলেই দাবি মন্ত্রীর ছবি: পিটিআই

লখিমপুরে কৃষক মৃত্যুর ঘটনায় ছেলের দোষ প্রমাণিত হলে তিনি পদত্যাগ করবেন বলে দাবি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় শর্মা। তিনি বলেন, ‘‘ঘটনার তদন্ত শুরু হয়েছে। শীঘ্রই আসল তথ্য সামনে আসবে। যদি কোনও সূত্র ধরে জানা যায় আমার ছেলে ঘটনাস্থলে ছিল তা হলে আমি পদত্যাগ করব।’’

Advertisement

রবিবার উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে বিক্ষোভরত কৃষকদের উপর গাড়ি চালিয়ে চার জনকে মেরে ফেলার অভিযোগ ওঠে অজয়ের ছেলে আশিস মিশ্রর বিরুদ্ধে। সেই অভিযোগ আগেই অস্বীকার করেছেন অজয়। তিনি বলেন, ‘‘আমার ছেলে ঘটনার সময় সেখানে ছিল না। ওর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগই মিথ্যা।’’

অজয় আরও দাবি করেন, দুর্ঘটনায় মৃত আট জনের মধ্যে রয়েছেন তাঁর গাড়ির চালক এবং বিজেপি-র তিন কর্মী। এই চার জনকে পিটিয়ে মারা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। অজয় বলেন, ‘‘আমার চালক গাড়ি চালাচ্ছিলেন। দুষ্কৃতীরা পাথর ছুড়লে গাড়ি নিয়ন্ত্রণ হারায় এবং দুই কৃষক গাড়ির নীচে চাপা পড়েন। এর পর তিন বিজেপি কর্মী এবং চালককে পিটিয়ে মারা হয় এবং গাড়িতে আগুন লাগানো হয়।’’

Advertisement

রবিবারের এই ঘটনার পরে আশিস-সহ কয়েক জনের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করেছে পুলিশ। হাই কোর্টের এক অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তদন্তের নির্দেশ দিয়েছে যোগী সরকার। বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন বিরোধীরা। অজয়ের পদত্যাগের দাবি জানিয়েছেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদব

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement