প্রতীকী ছবি।
উত্তর কাশ্মীরে কুপওয়ারার হান্দোয়ারায় জঙ্গিদের সঙ্গে সংঘর্ষের সময়ে বাকি বাহিনীর সঙ্গে রেডিয়ো সংযোগ বিচ্ছিন্ন হয়েছে সেনার দুই উচ্চপদস্থ অফিসার-সহ বেশ কয়েক জন নিরাপত্তাকর্মীর। তাঁরা কী অবস্থায় রয়েছেন তা এখনও জানা যায়নি। জঙ্গিরা যে বাড়িতে লুকিয়ে রয়েছে সেখানেই তাঁরাও আটকে পড়েছেন বলে ধারণা সেনা বাহিনীর শীর্ষ কর্তাদের।
সেনাবাহিনী সূত্রে জানানো হয়েছে, আজ বিকেল পৌনে চারটে নাগাদ কুপওয়ারার ছাঞ্জিমুল্লা এলাকায় জঙ্গি উপস্থিতির খবর পেয়ে অভিযানে নেমেছিল যৌথ বাহিনী। গত কাল বিকেলে ওই এলাকার রাজওয়ার জঙ্গলে জঙ্গিদের খোঁজে তল্লাশি চালিয়েছিল বাহিনী।
গোয়েন্দাদের ধারণা, জঙ্গিদের সেই দলটিই জঙ্গল থেকে পালিয়ে ছাঞ্জিমুল্লার একটি বাড়িতে আশ্রয় নেয়। ছাঞ্জিমুল্লায় তল্লাশির সময়ে জঙ্গিরা গুলি চালালে সংঘর্ষ শুরু হয়। কয়েক ঘণ্টা লড়াইয়ের পরে গুলিবর্ষণ বন্ধ হয়। তখন সেনা-পুলিশের একটি যৌথ দল ওই বাড়ির আরও কাছে গিয়ে বাহিনীর বেষ্টনী আরও কড়া করার চেষ্টা করে। তার পর থেকেই ওই দলের সঙ্গে রেডিয়ো সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। ওই এলাকায় অতিরিক্ত বাহিনী যাওয়ার পরে ফের সংঘর্ষ শুরু হয়েছে।
এ দিনই পুলওয়ামার ডঙ্গেরপোরা এলাকায় বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে দুই জঙ্গি।
(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)