—প্রতিনিধিত্বমূলক চিত্র।
উত্তর কাশ্মীরের বারামুলা জঙ্গি অনুপ্রবেশ রুখে দিল ভারতীয় নিরাপত্তা বাহিনী। সেনা এবং পুলিশের যৌথ অভিযানে রবিবার সকালে প্রাণ হারাল এক জঙ্গি। আরও এক জনের খোঁজ চলছে।
রবিবার সকালে উত্তর কাশ্মীরের বারামুলায় উরি সেক্টরের কামালকোটে সন্দেহজনক কিছু গতিবিধি লক্ষ্য করেন জওয়ানেরা। তার পরেই ওই এলাকায় অভিযানে নামেন। তখন তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়া হয় বলে অভিযোগ। পাল্টা গুলি চালায় বাহিনীও। শুরু হয় দু’পক্ষের গুলির লড়াই। তাতে মারা গিয়েছে এক জঙ্গি। তার পরিচয় এখনও প্রকাশ করেনি সেনাবাহিনী। নিরাপত্তা বাহিনী মনে করছে, ওই এলাকায় আরও এক জঙ্গি লুকিয়ে রয়েছে। তার খোজে তল্লাশি শুরু করেছে।
গত কয়েক মাস ধরে কুপওয়ারা দিয়ে বার বার জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা চলেছে। প্রায় প্রতি বারই রুখে দিয়েছে সেনা। তবে উরি দিয়ে অনেক দিন পর অনুপ্রবেশের চেষ্টা হল বলে সেনা সূত্রে জানা গিয়েছে। উরিতে কড়া প্রহরা মোতায়েন থাকে সারা বছর। সে কারণে এখান দিয়ে অনুপ্রবেশ তুলনামূলক কঠিন।