—ফাইল চিত্র।
জম্মু ও কাশ্মীরে জঙ্গি দমনে আবার সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। সোমবার কুপওয়ারায় নিয়ন্ত্রণরেখায় অনুপ্রবেশ রুখল ভারতীয় সেনা। এক জঙ্গিকে নিকেশ করেছে নিরাপত্তা বাহিনী। সোমবার এই খবর প্রকাশ্যে এসেছে।
পুলিশ সূত্রে খবর, রবিবার রাতে কেরান সেক্টর এলাকা থেকে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেছিল ওই জঙ্গি। সেই সময় গুলির লড়াই শুরু হয়। সোমবার ভোরে তল্লাশি চালানোর সময় ওই এলাকা থেকে এক জঙ্গির দেহ উদ্ধার করা হয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ওই এলাকায় তল্লাশি অভিযান চলছে। আর কোনও জঙ্গি লুকিয়ে রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
কিছু দিন আগে কুপওয়ারা জেলার মাছিলে নিয়ন্ত্রণরেখা বরাবর এলাকায় অনুপ্রবেশের চেষ্টা রুখেছিল সেনা। গুলির লড়াইয়ে সে বার পাঁচ লস্কর জঙ্গির মৃত্যু হয়। সেনা সূত্রে খবর, শীতকালে বরফঢাকা নিয়ন্ত্রণরেখা পেরিয়ে জম্মু ও কাশ্মীরে অনুপ্রবেশ একপ্রকার অসম্ভব। সে কারণে প্রতি বছর শীতের শুরুতে জঙ্গিরা পাকিস্তান থেকে এ দেশে অনুপ্রবেশের চেষ্টা করে। গত এক মাসে ছ’বার অনুপ্রবেশের চেষ্টা হয়েছে জম্মু ও কাশ্মীরে। তার মধ্যে তিন বারই হয়েছে উরির হাথলাঙ্গার কাছে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে। প্রতি বারই অনুপ্রবেশ রুখে দিয়েছে সেনাবাহিনী।