Earthquake

নতুন বছরে ভোরে কেঁপে উঠল দিল্লি, ভূমিকম্পের উৎসস্থল ছিল হরিয়ানা

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৮। কম্পনের উৎসস্থল ছিল হরিয়ানার ঝাঝরে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২৩ ১০:১৯
Share:

নতুন বছরের শুরুতেই কেঁপে উঠল দিল্লি এবং হরিয়ানা। নতুন বছরকে স্বাগত জানিয়ে যখন দিল্লি এবং হরিয়ানা আধো ঘুমে, ঠিক সেই সময়েই কম্পন অনুভূত হয়। কম্পনের তীব্রতা খুব বেশি না হলেও, সাতসকালে ভূমিকম্পের খবরে আতঙ্ক ছড়ায়।

Advertisement

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৮। কম্পনের উৎসস্থল ছিল হরিয়ানার ঝাঝরে। তবে এই ঘটনায় কেউ হতাহত হননি বলে জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি। এর আগে গত ১২ নভেম্বর কম্পন অনুভূত হয়েছিল দিল্লি এবং তার আশপাশের অঞ্চলে। দিল্লি ছাড়াও কম্পন অনুভূত হয়েছিল উত্তরপ্রদেশের নয়ডা, গাজিয়াবাদ, বিজনৌরে। সেই সময় কম্পনের মাত্রা ছিল ৫.৪। কম্পনের উৎসস্থল ছিল নেপাল।

তার ঠিক কয়েক দিনের মধ্যে গত ২৯ নভেম্বর আবার কেঁপে ওঠে দিল্লি। কম্পনের মাত্রা বেশি ছিল না ঠিকই, কিন্তু খুব কম ব্যবধানে বার বার ভূমিকম্প হওয়ায় একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছিল। অন্য দিকে, বছরের শেষ দিনে শনিবার ভোর ৫টা ৫১ মিনিটে কম্পন অনুভূত হয়েছিল হিমাচল প্রদেশে। ভূমিকম্পের কেন্দ্র ছিল মান্ডি জেলার সুন্দরনগরের কাছে নালুতে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ২.৮।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement