রুটিন মহড়ায় গিয়ে ভেঙে পড়ল বায়ু সেনার একটি মিগ বিমান। মঙ্গলবার সকাল মিগ-২৭ নামে বিমানটি ভেঙে পড়ে রাজস্থানের জোধপুরের কাছে।
বায়ু সেনার মুখপাত্র কর্ণেল সম্বিত ঘোষ মিগ ভেঙে পড়ার খবর জানিয়েছেন। একই সঙ্গে তিনি জানিয়েছেন, মিগের পাইলট ঠিক সময়ে বেরিয়ে আসতে পেরেছিলেন। তিনি সুরক্ষিত।
এ দিন সকাল জোধপুর এয়ারবেস থেকে বিমানটি রুটিন মহড়ার জন্য আকাশে উড়েছিল। কর্ণেল ঘোষ জানিয়েছেন, কী কারণ বিমানটি ভেঙে পড়ল সে বিষয়ে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: ইলাহাবাদের রাস্তাতেই খুন প্রাক্তন পুলিশকর্মী, ধরা পড়ল সিসিটিভির ফুটেজে
বায়ুসেনা সূত্রে খবর, এ দিন বিমানটি একটি ফাঁকা জায়গায় ভেঙে পড়ায় সাধারণ মানুষে কোনও প্রাণহানি হয়নি।
(রাজনীতি, অর্থনীতি, ক্রাইম - দেশের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ খবর জানতে দেশ বিভাগে ক্লিক করুন।)