হঠাৎ অবসরের নির্দেশ বাঙালি আমলাকে

পরামর্শদাতা হিসেবে পুলিশ (২) বিভাগে আধাসেনা সংক্রান্ত বিষয় দেখার দায়িত্বে ছিলেন তিনি। লোকসভা নির্বাচনে মালদহ দক্ষিণ কেন্দ্র থেকে বিজেপির টিকিটে নির্বাচনে লড়েছিলেন ওই আমলার স্ত্রী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৯ ০৩:৫৫
Share:

প্রতীকী ছবি।

মেয়াদ বাড়ানো হয়েছিল গত ১৯ সেপ্টেম্বর। কিন্তু গত কাল আচমকাই অবসরের নির্দেশ ধরানো হল স্বরাষ্ট্র মন্ত্রকের পরামর্শদাতা হিসাবে কর্মরত আমলা আর কে মিত্রকে। ২০১৮-য় যুগ্মসচিবের পদ থেকে অবসর নেওয়ার পরে তাঁকে পরামর্শদাতা হিসেবে পুনর্নিয়োগ করেছিল মন্ত্রক। তা সত্ত্বেও ৩০ সেপ্টেম্বরের মধ্যে কেন তাঁর মেয়াদ শেষ করার নির্দেশ দেওয়া হল, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।

Advertisement

পরামর্শদাতা হিসেবে পুলিশ (২) বিভাগে আধাসেনা সংক্রান্ত বিষয় দেখার দায়িত্বে ছিলেন তিনি। লোকসভা নির্বাচনে মালদহ দক্ষিণ কেন্দ্র থেকে বিজেপির টিকিটে নির্বাচনে লড়েছিলেন ওই আমলার স্ত্রী। মিত্রের বিরুদ্ধে ভোটে আধাসেনা মোতায়েনে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল তৃণমূল কংগ্রেস।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement