Drug

২,৫০০ কোটি টাকার ‘মিয়াও মিয়াও’ মাদক বাজেয়াপ্ত পুণে এবং দিল্লিতে! চলছে ধরপাকড়

এর আগে মুম্বই থেকে ওই নিষিদ্ধ মাদক প্রচুর পরিমাণে মিলেছে। তবে দিল্লি এবং পুণের এই মাদক উদ্ধার শুরু হয়েছিল তিন জনের গ্রেফতারি দিয়ে। প্রথমে পুণেতে মিলেছিল ৭০০ কিলোগ্রাম ‘মিয়াও মিয়াও’।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৪ ১০:৫৫
Share:

উদ্ধার হওয়া মাদক। ছবি: সংগৃহীত।

দু’দিন ধরে চলছিল অভিযান। এ পর্যন্ত ১,১০০ কিলোগ্রামের ‘মিয়াও মিয়াও’ মাদক বাজেয়াপ্ত করল পুলিশ। দিল্লি এবং পুণেতে মেলা মেফেড্রোন বা ‘মিয়াও মিয়াও’-এর বাজারমূল্য প্রায় ২,৫০০ কোটি টাকা।

Advertisement

এর আগে মুম্বই থেকে ওই নিষিদ্ধ মাদক প্রচুর পরিমাণে মিলেছে। তবে দিল্লি এবং পুণের এই মাদক উদ্ধার শুরু হয়েছিল তিন জনের গ্রেফতারি দিয়ে। প্রথমে পুণেতে মিলেছিল ৭০০ কিলোগ্রাম ‘মিয়াও মিয়াও’। তিন মাদক পাচারকারীকে ধরে পুলিশ। ধৃতদের টানা জিজ্ঞাসাবাদ চালানোর পর দিল্লির হজ খাস এলাকা থেকে আরও ৪০০ কিলোগ্রাম মাদক উদ্ধার করে পুলিশ। তার পর পুণের কুরকুম্ভ এমআইডিসি এলাকা থেকে আরও মেফেড্রোন মেলে।

পুণে পুলিশের তরফে দাবি, যে পরিমাণ নিষিদ্ধ মাদক উদ্ধার হয়েছে তা মহারাষ্ট্র তো বটেই, দেশের মধ্যেও নজিরবিহীন বলা যায়। ধৃতদের সঙ্গে আন্তর্জাতিক মাদক কারবারিদের সম্পর্ক রয়েছে কি না, খতিয়ে দেখা হচ্ছে। চলছে টানা জিজ্ঞাসাবাদ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement