বিমানের চলন্ত ইঞ্জিনে ঢুকে মৃত্যু এয়ার ইন্ডিয়ার কর্মীর

বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা বিমানের চলন্ত ইঞ্জিনের মধ্যে হাওয়ার টানে ঢুকে মৃত্যু হল এয়ার ইন্ডিয়ার এক বিমানকর্মীর। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে বুধবার মুম্বই বিমানবন্দরে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৫ ২৩:২৫
Share:

বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা বিমানের চলন্ত ইঞ্জিনের মধ্যে হাওয়ার টানে ঢুকে মৃত্যু হল এয়ার ইন্ডিয়ার এক বিমানকর্মীর। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে বুধবার মুম্বই বিমানবন্দরে।

Advertisement

মুম্বই বিমানবন্দরে পার্কিং বে-তে দাঁড়িয়েছিল এআই ৬১৯ নামে যাত্রিবাহী বিমানটি। বিমানটি মুম্বই থেকে হায়দরাবাদ যাচ্ছিল। ওড়ার আগে বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষা চলছিল। আচমকাই তীব্র হাওয়ার টানে চলন্ত ইঞ্জিনের মধ্যে ঢুকে যান এয়ার ইন্ডিয়ার এক গ্রাউন্ড স্টাফ। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই বিমানকর্মীর। তবে মৃতের পরিচয় জানা যায়নি। এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ জানিয়েছেন, তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। মৃত কর্মীর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যান আসওয়ানি লোহানি।
এই দুর্ঘটনায় ফের এয়ার ইন্ডিয়ার বিমানের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement