লেফটেন্যান্ট জেনারেল প্রবীণ বক্সী
দু’দেশের সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা নিয়ে বৈঠকে বসলেন ভারত ও মায়ানমার সেনার শীর্ষকর্তারা। শনিবার ফোর্ট উইলিয়ামে এই বৈঠক হয়েছে। সেনা জানিয়েছে, বৈঠকে যোগ দিতে মায়ানমারের ডিফেন্স সার্ভিসের কম্যান্ডার-ইন-চিফ মিং আউং লেইংয়ের নেতৃত্বে একটি প্রতিনিধি দল কলকাতায় এসেছিল। ভারতের হয়ে বৈঠকে নেতৃত্বে দেন ইস্টার্ন কম্যান্ডের নবনিযুক্ত জিওসি-ইন-সি লেফটেন্যান্ট জেনারেল প্রবীণ বক্সী।
সেনা জানিয়েছে, ওই আলোচনায় দু’দেশের সীমান্তবর্তী এলাকায় কী ভাবে নিরাপত্তা ও শান্তি বজায় রাখা যায় তা নিয়ে আলোচনা হয়েছে। নিরাপত্তা জোরদার করতে দু’দেশের সেনাবাহিনীর সমন্বয় নিয়েও কথা বলেছেন সেনাকর্তারা। সম্প্রতি মণিপুরে সেনাবাহিনীর উপরে হামলা চালিয়ে মায়ানমারে ঘাঁটি গেড়েছিল জঙ্গিরা। তার পরে মায়ানমারে ঢুকে সেই জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছিল ভারতীয় সেনা। সেই অভিযানের পরে শনিবার দু’দেশের সেনাকর্তাদের বৈঠক তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞদের একাংশ।