ভাইবোনেদের মধ্যে ৭ নম্বর ছিলেন তিনি। সে জন্য মা-বাবা নাম রেখেছিলেন সেভেনরাজ। পরিবারে মূলত সাদা পোশাকই পরতেন তাঁরা।
সেই থেকেই যেন নম্বর ৭ এবং সাদা রঙের প্রতি আলাদা ভাল লাগা তৈরি হয়ে যায় তাঁর। তবে সাদার সঙ্গে আরও একটি রঙে তাঁর চোখ আটকে যেত। লাল রং।
সেভেনরাজ বড় হয়েও তাঁর ভালবাসা কমতে দেননি। সারা ভারতের কাছে তিনি ৭ নম্বর লাল-সাদা হিসাবেই পরিচিত।
তাঁর এই অদ্ভুত পরিচিতির কারণ কী? কারণ জানতে হলে অন্তত একটা দিন তাঁর পরিবারের সঙ্গে কাটাতে হবে।
বেঙ্গালুরুতে জন্ম তাঁর। সেভেনরাজ একজন ব্যবসায়ী। সকালে ঘুম ভাঙা থেকে শুরু করে রাতে ঘুমতে যাওয়া পর্যন্ত সব কিছুই তাঁর লালা-সাদা।
তাঁর জামা-কাপড়, জুতো, ব্যাগ, ঘড়ি, সব কিছুই হয় লাল কিংবা সাদা রঙের, নয়তো লাল-সাদা।
এমনকি তাঁর বিছানার চাদর, টুপি, টুথ ব্রাশ, টুথ পেস্ট, চায়ের কাপ, চেয়ার, টেবিল, আলমারি, বাসনপত্র- যাবতীয় যা কিছু একটি বাড়িতে থাকে সবই লাল-সাদা।
লাল-সাদায় তাঁর ভালবাসা এমনই যে নিজের বাড়ির ভিতর এবং বাইরে সব দিকেই লাল-সাদা রং করে নিয়েছেন। এমনকি নিজের গাড়িটিও।
সেভেনরাজের পরিবারে তাঁর স্ত্রী এবং দুই ছেলে-মেয়ে। তাঁরাও সেভেনরাজের এই অদ্ভুত ভালবাসাকে মেনে নিয়েছেন।
তাঁরাও সেভেনরাজের মতোই লাল-সাদায় নিজেদের অভ্যস্ত করে তুলেছেন। দুই সন্তানও ছোট থেকে একমাত্র এই রঙের পোশাকই পরে।
বিয়ের পর স্বামীর এ রকম পছন্দ মানতে খানিক সমস্যায় ছিলেন স্ত্রী। সময়ের সঙ্গে তিনিও বিষয়টি বুঝতে পেরেছেন এবং নিজেকেও লাল-সাদায় অভ্যস্ত করে তুলেছেন।
লাল এবং সাদা রঙের পাশাপাশি৭ নম্বরকে নিজের জীবনের অঙ্গ করে তুলেছেন সেভেনরাজ। শুধুমাত্র এটা তাঁর নাম বলে।
তাই তাঁর জামায় থাকে ৭টি বোতাম, প্রতি প্যান্টেই ৭টি পকেট রয়েছে। এবং তিনি ইংরেজি, হিন্দি, তামিল, মরাঠি, কন্নড়, তেলুগু, মালয়ালম এই ৭ ভাষায় দক্ষ।
প্রতিবেশীদের কাছে সেভেনরাজের পরিবার লাল-সাদা পরিবার বলে পরিচিত। লাল-সাদাতেই জীবনকে রঙিন করে তুলেছেন তাঁরা।