R G Kar Hospital Incident

মঙ্গলে দেশ জুড়ে ১২ ঘণ্টার অনশনের ডাক আইএম-এর, কর্মী, রেসিডেন্ট ডাক্তারদেরও শামিল হওয়ার আর্জি

৫ অক্টোবর থেকে ধর্মতলায় ১০ দফা দাবিতে আমরণ অনশন করছেন জুনিয়র ডাক্তারেরা। ১০ দফা দাবির মধ্যে অন্যতম হল, আরজি কর হাসপাতালে নির্যাতিতা চিকিৎসকের জন্য বিচার।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০২৪ ২২:৩৮
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

ধর্মতলায় অনশনকারী জুনিয়র ডাক্তারদের সংহতি জানিয়ে মঙ্গলবার দেশ জুড়ে ১২ ঘণ্টার অনশনের ডাক দিয়েছে চিকিৎসকদের সংগঠন ‘দ্য ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন’ (আইএমএ)। সংগঠনের কর্মী এবং রেসিডেন্ট ডাক্তারদেরও এই অনশনে শামিল হওয়ার ডাক দিয়েছে তারা।

Advertisement

৫ অক্টোবর থেকে ধর্মতলায় ১০ দফা দাবিতে আমরণ অনশন করছেন জুনিয়র ডাক্তারেরা। ১০ দফা দাবির মধ্যে অন্যতম হল, আরজি কর হাসপাতালে নির্যাতিতা চিকিৎসকের জন্য বিচার।

ইতিমধ্যে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাঁদের মধ্যে চার জন আন্দোলনকারী। তাঁদের সমর্থনে সারা দিন অনশনের ডাক দিয়েছে আইএমএ। রবিবার তাঁদের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, মঙ্গলবার আইএমএ-র জুনিয়র ডাক্তার এবং চিকিৎসক-পড়ুয়াদের নেটওয়ার্ক এই কর্মসূচির নেতৃত্বে থাকবে।

Advertisement

বিবৃতিতে আরও জানানো হয়েছে, ‘‘দেশ জুড়ে আইএমএর জুনিয়র ডাক্তারদের নেটওয়ার্ক (জেডিএন) ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অনশন কর্মসূচি পালন করবে। রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের সঙ্গে সমন্বয় রেখে চলবে তারা।’’ আইএমএর তরফে দাবি করা হয়েছে, ‘বৈধ’ দাবিতে ধর্মতলায় ‘আমরণ অনশন’ করছেন জুনিয়র ডাক্তারেরা। তাঁদের দাবি মেনে নেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আর্জি জানানো হয়েছে। ইতিমধ্যে ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের সঙ্গে সাক্ষাৎ করেছেন সংগঠনের সর্বভারতীয় সভাপতি আরভি অশোকন। তাঁদের সংহতি জানিয়ে রবিবার অনশন করেছেন আইএমএ বাংলার সদস্যেরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement