Landslide in Uttarakhand

ভারী বৃষ্টির জেরে বিপর্যয় উত্তরাখণ্ডে, পাহাড় ভেঙে ধস নামল বদ্রীনাথ জাতীয় সড়কে, বন্ধ যান চলাচল

গত কয়েক দিন ধরেই ভারী বৃষ্টি হচ্ছে উত্তরাখণ্ডের বিস্তীর্ণ অংশে। ভূমিধসের কারণে জাতীয় সড়়ক অবরুদ্ধও হয়েছে বেশ কয়েক বার। রবিবার ধস নেমে বদ্রীনাথ জাতীয় সড়কে যান চলাচল থমকে যায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১০ জুলাই ২০২৪ ১৬:৪২
Share:

পাহাড় থেকে ধস নামল জাতীয় সড়কে। বুধবার উত্তরাখণ্ডের চামোলি জেলায়। ছবি: সংগৃহীত।

ভারী বৃষ্টির জেরে উত্তরাখণ্ডে বিপর্যয়। চামোলি জেলায় পাহাড় ভেঙে ধস নামায় অবরুদ্ধ জাতীয় সড়ক। থমকে গিয়েছে যান চলাচলও। পাহাড়ের একাংশ ভেঙে ধস নামার একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)

Advertisement

গত কয়েক দিন ধরেই ভারী বৃষ্টি হচ্ছে উত্তরাখণ্ডের বিস্তীর্ণ অংশে। ভূমিধসের কারণে জাতীয় সড়়ক অবরুদ্ধও হয়েছে বেশ কয়েক বার। রাজ্যের চম্পাবত এবং উধম সিংহ নগর জেলার বিস্তীর্ণ অংশ জলের তলায়। অলকানন্দা-সহ রাজ্যের বেশ কিছু নদী কোনও কোনও অংশে বিপদসীমার উপর দিয়ে বইছে।

বুধবার চামোলি জেলায় বদ্রীনাথ জাতীয় সড়কের উপরে ধস নামায় বেশ কয়েক ঘণ্টা ধরে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। পরে পরিস্থিতির সামান্য উন্নতি হলেও এখন গাড়ি ধীর গতিতে চলছে। দ্রুত গতিতে ধস সরানোর কাজ চলছে। ভাইরাল ভিডিয়োয় দেখা যাচ্ছে, পাহাড়ের ঢাল বেয়ে দ্রুত গতিতে নেমে আসছে বোল্ডার, পাথরের টুকরো। ধুলোয় ঢেকে যাচ্ছে চার দিক।

Advertisement

মাঝে কয়েক দিনের বিরতির পর সোমবার থেকে চারধাম যাত্রা শুরু হতে চলেছে। এই পরিস্থিতিতে আবহাওয়া দফতর উত্তরাখণ্ডে ভারী বৃষ্টি চলার পূর্বাভাস দিয়েছে। ভূমিধসের আশঙ্কায় রাজ্যের বেশ কিছু জায়গায় নজর রাখছে স্থানীয় প্রশাসন। গত শুক্রবার চামোলি জেলাতেই ধস নেমে জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে গিয়েছিল। শনিবার পাথরের টুকরো পড়ে আহত হন হায়দরাবাদের দুই পর্যটক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement